ফল সুস্বাস্থ্য প্রদানে সাহায্য করে। ফল খাওয়ার সঠিক সময় কোনটি, তা নিয়ে নানা মুনির নানা মতের মতো কথা শোনা যায়। তবে একথা ঠিক যে সকলের স্বাস্থ্যের জন্য ফল অত্যন্ত উপকারী। তবে বেশ কিছু ফল রয়েছে যেগুলি রাত বা সন্ধার সময় খাওয়া উচিত নয়। অনেকে রাতেও ফ্রুট স্যালাড খান। সেই স্যালাড বানানোর সময় বাদ দিন এই ফল গুলি। শরীরের উপকারী ভেবে এগুলো খেলে ‘বিষ’ বলে প্রমাণিত হতে পারে।
এক ঝলকে দেখে নিন সেই ৬ ফল, যে গুলো সূর্যাস্তের পর খেলে শরীরের ক্ষতি হয়
১. তরমুজ – বছরের সব সময় এটি পাওয়া যায় না। গরমকালে বেশি পাওয়া যায়। কিন্তু এটি রাতে বা সন্ধায় খাওয়া উচিত নয়। এটি শরীর ঠান্ডা করে। রাতে খেলে পেটে গ্যাস, হজমের সমস্যা হতে পারে। তাই এটি দিনের বেলাই খাওয়া ভালো।
২. আঙুর – আঙুরে চিনির পরিমাণ খুব বেশি। যা রাতের বেলা খেলে হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। পেট ভারী লাগতে পারে। তাই এটি দিনের বেলা খাওয়া ভালো।
৩. কলা – রাতের বেলা কলা খেলে শরীরে মেলাটোনিন নামক হরমোনের মাত্রা বেড়ে যায়। যা ঘুমের অভ্যাস নষ্ট করতে পারে। কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা তৈরি করতে পারে।
৪. শসা – এতে যেহেতু বেশি জল থাকে, তাই শরীরে জলের পরিমাণ বেড়ে যায়। রাতের বেলা শসা খেলে বার বার প্রস্রাব পেতে পারে। যার ফলে ঘুমে ব্যাঘাত হতে পারে। তাই এটি দিনের বেলা খাওয়া ভালো।
৫. আম – বছরভর সকলে আম খান, তেমনটা নয়। কিন্তু গরম কালে যখন আম বেশি পাওয়া যায়, সেই সময় সকাল, দুপুর হোক বা রাত অনেকেই আম খান। রাতে আম খাওয়া ঠিক নয়। এতে চিনির পরিমাণ বেশি থাকে। যা রাতের বেলা হজম প্রক্রিয়াকে ধীর করে। যদি কেউ রাতে বেশি আম খান, তার ফলে পেটে ভার অনুভব হয়। ঘুমে সমস্যা হয়।
৬. কমলালেবু – এতে সাইট্রাস অ্যাসিড থাকে। যা রাতের বেলায় শরীরে তাপ তৈরি করতে পারে। এটি খেলে পেটে জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। তাই কমলালেবু দিনের বেলায় খাওয়া ভালো।