Climate Change: একমাত্র নিরামিষ খাবারই বাঁচাতে পারে পৃথিবীকে, কতটা সঙ্কট বাড়াচ্ছে মাংস ভক্ষণ?
Vegan Diet: জল কমছে পৃথিবীর বুকে। এই গ্রহে পরিষ্কার, বিশুদ্ধ পানীয় জলের ভাঁড়ার যা আছে, তাতে আর মাত্র ১৬ বছর চলবে পৃথিবীর। আমাদের প্রত্যেকের ক্রিয়াকলাপে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস নির্গমনের মোট পরিমাণ - কার্বন ফুটপ্রিন্ট বা কার্বন পদচিহ্ন। আমরা আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারি।

আমরা, মানে সারা দুনিয়ার দুপেয়ে মানুষরা ২০২৩-এ এ পর্যন্ত ৩১ কোটি ২৬ লক্ষ টনেরও বেশি মাংস খেয়েছি (এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত)। ১৯৮৮ থেকে ২০১৮—৩০ বছরে মানুষের খাওয়ার জন্য মাংসের উৎপাদন দ্বিগুণ হয়েছে। আর যদি এই হিসেবটা ১৯৬০ থেকে করি তাহলে ‘দ্য ওয়ার্ল্ড কাউন্টস’ ওয়েবসাইটের তথ্য বলছে, ১৯০৬-এর সময়ে খাবার হিসেবে মাংসের চাহিদা যা ছিল, ২০২৩-এ তা হয়েছে ৪ গুণ। এভাবে চলতে থাকলে ২০৫০-এ সারা দুনিয়াবাসীর খাবার হিসেবে বা খাওয়ার জন্য ৫৭০ মিলিয়ন টন মাংসের প্রয়োজন হবে, যা আবার ২০০৮-এর তুলনায় দ্বিগুণ। আমাদের খাদ্য তৈরি করতে জল প্রয়োজন হয়। কোন খাবারে কতটা জল প্রয়োজন পড়ে জানেন? নিম্নোক্ত তালিকায় ১ কিলোগ্রাম খাবার তৈরিতে কতটা জল লাগে, সেই হিসেব দেওয়া রইল। ...





