Mosquitoes: O গ্রুপের রক্ত? দিনের মধ্যে মশা অন্তত ২ বার আপনাকে কামড়াবেই
Mosquitoes: মশাদের A-গ্রুপের রক্তের মানুষদের বেশ পছন্দ করে। কিন্তু তার থেকেও দ্বিগুণ পছন্দ করে o-ব্লাডগ্রুপের মানুষদের। B-গ্রুপের রক্তের মানুষদেরও মশা বেশ কামড়ায়
এই ভ্যাপসা আবহাওয়াতেই মশাদের বাড়-বাড়ন্ত সবচাইতে বেশি। যত বেশি গরম বাড়ছে ততই যেন বাড়ছে মশার উপদ্রব। ছোট, মাঝারি হরেক সাইজের মশা। কে যে কখন এসে টুকুস করে কামড়ে দিয়ে চলে যাচ্ছে তা টের পাচ্ছেন না অনেকেই। একদল আছেন যাঁরা ভাবেন মশা বুঝি বেছে বেছে তাঁদেরকেই কামড়ায়। আবার কিছু জনের মাঝে মধ্যেই কবজি, গোড়ালি আর হাতে লাল লাল মশার কামড়ের দাগ দেখা যায়। তাঁদের অজান্তেই মশা কামড় বসিয়ে যায় তাঁদের শরীরে। মশারা আমাদের শরীর থেকে প্রোটিন সংগহ করে রক্তের মাধ্যমে। বেশ কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে কিছু রক্তের গ্রুপ মশাদের কাছে খুব প্রিয়। মশাদের A-গ্রুপের রক্তের মানুষদের বেশ পছন্দ করে। কিন্তু তার থেকেও দ্বিগুণ পছন্দ করে o-ব্লাডগ্রুপের মানুষদের। B-গ্রুপের রক্তের মানুষদেরও মশা বেশ কামড়ায়। এই গ্রুপের রক্তের মানুষদের ত্বকের মাধ্যমে একরকম রাসায়নিক সংকেত নিঃসরণ করে। যে কারণে মশারা বেশি আকৃষ্ট হয়। মশারা নিঃশ্বাসের মাধ্যমেই এই সব গ্রুপের মানুষদের চিনতে পারে।
কার্বন ডাই অক্সাইড ছাড়াও মশারা ঘামের মাধ্যমে নির্গত ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া আর অন্যান্য পদার্থের গন্ধ পায়। ল্যাকটিক অ্যাসিড শরীরে তাপ উৎপন্ন করে। এখান থেকেই মশারা চিনতে পারে। এছাড়াও যাঁদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাঁদেরও মশা বেশি কামড়ায়।
২০১১ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে কিছু মানুষের শরীরে ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হয়। আর এই ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি থাকে গোড়ালিতে। যে কারণে মশাদের কামড় বেশি হয়। মশারা বেছে বেছে গোড়ালিতেই বেশি কামড়ায়। যাঁরা বেশি বিয়ার খান তাঁদেরও মশা বেশি কামড়ায়। যারা নিয়মিত ভাবে বিয়ার খান তাঁদের ঘামের মাধ্যমে ইথানল বেরিয়ে আসে। ফলে বিয়ারপ্রেমীদের মশার কামড় বেশি খেতে হয়। বেশকিছু সমীক্ষা বলছে গর্ভবতী মহিলাদের অন্যদের তুলনায় বেশি মশা কামড়ায়। কারণ হিসেবে বলা হয়েছে এই সময় মহিলাদের শরীরের তাপমাত্রা বেশি থাকে। সেই সঙ্গে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণে বেরোয়। যে কারণে মশারা বেশি আকৃষ্ট হয়।
মশারা অনেক সময় মানুষকে চিহ্নিত করতে তাদের ঘ্রাণশক্তি ব্যবহার করে। যাঁরা বেশি গাঢ় রঙের পোশাক পরেন অর্থাৎ কালো, গাঢ় নীল, লাল এসব রঙের পোশাক পরলেও মশারা বেশি আকৃষ্ট হয়। আবার জেনেটিক কারণেও মশা বেশি কামড়ায়। ৮৫ শতাংশের ক্ষেত্রেই দায়ী এই জিন। এই সব কারণেই মশা বেশি কামড়ায়।