Air Pollution: বায়ুদূষণের জেরে হতে পারে স্ট্রোক, হৃদরোগ, ক্যানসার, রোগ নিয়ে সতর্কতা জারি করল ‘হু’
Fatal Diseases: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণের কারণে স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগের সমস্যাও দেখা দিতে পারে।
দীপাবলির পর থেকে দূষণের মাত্রা মেট্রো শহরগুলোতে বেড়ে গিয়েছে। আমেরিকার এক গবেষণা সংস্থার বায়ুদূষণ সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি। দ্বিতীয় স্থানেই রয়েছে দিল্লি। গত সপ্তাহ থেকে যে হারে রাজধানীতে দূষণ বেড়ে গিয়েছে তাতে কড়া ব্যবস্থা নিতে হয়েছে প্রশাসনকে। বন্ধ করে দিতে হয়েছে স্কুল। কিন্তু তাতেও এড়ানো যাচ্ছে না দূষণ সংক্রান্ত রোগের সংখ্যা। এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বায়ুদূষণ থেকে হওয়া রোগ নিয়ে সতর্কতা জারি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণের কারণে স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগের সমস্যাও দেখা দিতে পারে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৩৯৯-এ দাঁড়িয়েছিল। যদিও তার সপ্তাহ আগে এই সংখ্যাটা ছিল ৪৪৭। তবুও কোনও ভাবে সম্ভব হচ্ছে না বায়ুদূষণ এড়ানো। এরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বায়ুদূষণ সংক্রান্ত রোগ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
মানুষের ধারণা বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তা নয়। ফুসফুসের পাশাপাশি বায়ুদূষণের কারণে আরও নানা ধরনের রোগ দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণের কারণে হৃদরোগ ও স্ট্রোকের মতো সমস্যা দেখা দেয়। এই ধরনের রোগগুলো অকাল মৃত্যুর জন্য দায়ী। এর পাশাপাশি বায়ুদূষণের কারণে ডায়াবেটিস এবং নিউরোডিজেনারেটিভ অবস্থার মতো নানা ঘটনার উদাহরণও মিলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে যে রোগগুলো উল্লেখ করা হয়েছে, তা হল- হার্ট সংক্রান্ত সমস্যা বৃদ্ধি, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার, নিউমোনিয়া, ছানি, গর্ভাবস্থা সম্পর্কিত সমস্যা যেমন ভ্রূণের সমস্যা, জন্মের সময় শিশুর ওজন কম, ডায়াবেটিস, স্নায়ুবিক রোগ ইত্যাদি।
বায়ুদূষণের কারণে মূলত শ্বাসযন্ত্রের ট্র্যাক্ট ক্ষতিগ্রস্ত হয়। বায়ুদূষণের কারণে আমাদের শরীরের সমস্ত কোষে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস, ইমিউনোসপ্রেশন এবং মিউটেজেনিসিটি তৈরি হয়। এগুলো ফুসফুস, হৃদপিণ্ড, মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। এগুলোই উপরোক্ত রোগগুলোর কারণ হয়ে দাঁড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বায়ু দূষণের কারণে শরীরের প্রতিটা অংশ প্রভাবিত হতে পারে। কারণ দূষণের কণাগুলো নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে। রক্তের সঙ্গে মিশে শরীর জুড়ে সঞ্চালিত হয় যা সিস্টেমিক প্রদাহ এবং কার্সিনোজেনিসিটির দিকে পরিচালিত হয়। এসব থেকেই স্ট্রোক, হৃদরোগ, ক্যানসারের মতো মারণ রোগ শরীরে বাসা বাঁধে।