২০২৪-এ কী অপেক্ষা করছে আপনার জন্য? রাশি মিলিয়ে দেখে নিন ট্যারো কার্ডের গণনায়

Tarot Card Reading: কড়া নাড়ছে ২০২৪। ২০২৩-এর যাবতীয় ভাল-মন্দকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে নতুনের দিকে। ২০২৪-এ আপনার জন্য কী অপেক্ষা করছে, এটা যদি আগে থেকে জানা যেত? ট্যারো কার্ড রিডার ও হিলার সাঁঝবাতি রায় ট্যারট কার্ডের সাহায্য জানাচ্ছেন কেমন যাবে আপনার ২০২৪।

২০২৪-এ কী অপেক্ষা করছে আপনার জন্য? রাশি মিলিয়ে দেখে নিন ট্যারো কার্ডের গণনায়
Follow Us:
| Updated on: Dec 24, 2023 | 12:10 PM

কড়া নাড়ছে ২০২৪। ২০২৩-এর যাবতীয় ভাল-মন্দকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে নতুনের দিকে। ২০২৩ কারও খুব ভাল কেটেছে, আবার কারও কেটেছে কষ্ট। অনেকের ভাল-মন্দ মিশিয়ে কেটেছে ২০২৩। ২০২৪-এ আপনার জন্য কী অপেক্ষা করছে, এটা যদি আগে থেকে জানা যেত? ট্যারট কার্ড রিডার ও হিলার সাঁঝবাতি রায় ট্যারো কার্ডের সাহায্য জানাচ্ছেন কেমন যাবে আপনার ২০২৪। রাশি মিলিয়ে দেখে নিন বাৎসরিক ট্যারোস্কোপ।

মেষ রাশির ২০২৪ সাল

মেষ রাশির কিন্তু এই বছরটা সব দিক থেকে বেশ ভাল যাবে। মেষ রাশির জাতক-জাতিকারা ২০২৩ এ অনেকটাই স্ট্রাগল করেছে সেখান থেকে দাঁড়িয়ে ২০২৪ কিন্তু তাদের ভাগ্য ফেরাতে পারে। কাজকর্ম থেকে সবকিছুই কিন্তু যথেষ্ট ভাল থাকবে এই বছরে। কাজের জায়গায় অনেক বড় সুযোগ আসতে পারে। জীবন অনেক টালমাটাল অবস্থায় থাকলে ব্যালেন্স এই বছর আসবে। অনেক ইচ্ছে ও ম্যানিফেস্টেশন পূরণ হতে পারে। শরীরের দিক থেকেও মেষ রাশির যথেষ্ট ঠিকঠাক থাকবে। তবে কাজের চাপ থাকতে পারে। ঘোরাফেরা আনন্দ সবই কিন্তু থাকবে মেষ রাশির। নতুন প্রেম জীবনে আসতে পারে মেষ রাশির। অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই বছর। মোটের উপর বছরটা যথেষ্ট ভাল হতে চলেছে।

বৃষ রাশির ২০২৪ সাল

বৃষ রাশির জন্য বছরটা বেশ ভাল। এই বছরে নতুন মানুষ জীবনে আসতে পারে এবং সেই মানুষ আপনার জীবন পুরোপুরিভাবে বদলে দিতে পারে। প্রেম-ভালবাসা, বিয়ে সব দিক থেকে বৃষ রাশির এই বছরটা খুব ভাল। তবে কাজের অনেক চাপ থাকবে। কোথাও গিয়ে মনের মত কাজ হয়তো পাচ্ছেন না এমনটা আপনার মনে হতে পারে। আপনার কাঁধে অনেক চাপ থাকতে পারে আপনার উপর প্রচুর মানুষ ভরসা করতে পারে। সমস্যা এলেও খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। শারীরিক ব্যথা বেদনা একটু থাকবে। তবে নিজের মন মত ঘোরাফেরা আনন্দ করা এগুলো থাকছে। চাপ থাকলেও এই বছর বৃষ রাশির জীবনে অনেক ভাল পরিবর্তন আসবে।

মিথুন রাশির ২০২৪ সাল

মিথুন রাশির জন্য ২০২৪ কিন্তু একটা জ্যাকপট হতে চলেছে। টাকা পয়সা সম্পত্তি দামি জিনিস ক্রয় করা এই বছর মিথুন রাশির খুব ভাল হবে। কোনও সম্পত্তি পেতেও পারেন। গর্ভবতী হতে পারেন অনেকে। অথবা আপনার পরিবারের নতুন সদস্য এল। ক্যারিয়ারের দিক থেকে অনেকেই এই বছর সাফল্য পাবেন। নামযশ, প্রেম যথেষ্ট থাকবে আপনার। অনেক আনন্দের মধ্যে কাটতে চলেছে আপনার বছরটা। প্রেম ভালবাসার জন্যও কিন্তু বছরটা যথেষ্ট ভাল।

কর্কট রাশির ২০২৪ সাল

অনেক কিছু সহ্য করেছেন আপনারা। অবশেষে এইবার আপনাদের ভাগ্য বদলাবে। অনেকদিন এমন গেছে যেদিন আপনারা শান্তিতে ঘুমোতে পারেননি। এইবার আপনাদের জীবন থেকে সব সমস্যা দূর হতে চলেছে। ২০২৪ আপনাদের অনেক কিছু দেবে। যেমন, সুন্দর সাকসেসফুল ক্যারিয়ার। জীবনে যা সমস্যা এতদিন চলছিল সেগুলো মিটে যাবে। আপনার মনের বড় ইচ্ছে পূরণ হবে। অনেক ছোট ছোট ম্যানিফেস্টেশন পূরণ হবে। জীবনে নতুন প্রেম, বৈবাহিক সম্পর্ক সুন্দর সবকিছুই ২০২৪ শালী আপনারা পাবেন। শারীরিক দিক থেকে কোনও সমস্যা তেমন থাকছে না।

সিংহ রাশির ২০২৪ সাল

কাজকর্ম টাকা পয়সার দিক থেকে কোনও রকম কোনও চিন্তা থাকছে না। অনেকদিন ধরে ক্যারিয়ার নিয়ে চিন্তা থাকলে এইবার সেই চিন্তা কিন্তু মিটবে। আয় বৃদ্ধি হবে। নিজের মধ্যে অনেক শান্তি অনুভব করবেন। অনেকে এই বছর বিয়ে করতে পারেন। এবং বিয়ের পরেও সংসার হবে সুখের। অনেকের জীবনে নতুন প্রেম ভালবাসা আসতে পারে। আপনারা অনেকদিন ধরে কাউকে চাইছিলেন এমন ব্যক্তিও কিন্তু আপনার জীবনে আসতে পারে। সবদিক থেকে অনেক আনন্দ অনেক খুশি আপনি এই বছরে পাবেন।

কন্যা রাশির ২০২৪ সাল

বছরের শুরুর দিকে কন্যা রাশির কিন্তু একটু ক্যারিয়ার নিয়ে সমস্যা চলতে পারে। তবে যারা উচ্চ শিক্ষা করার কথা ভাবছেন তাদের জন্য সময়টা খুবই ভাল। নিজের গোপন কথা গোপন রাখার চেষ্টা করুন। সেই কথা অন্য কাউকে বললে আপনারই ক্ষতি হতে পারে। পেটের সমস্যা হতে পারে। প্রেমের সম্পর্কেও একটু সমস্যা দেখা দিতে পারে। তবে বছর যত এগোবে ক্যারিয়ারের সমস্যা মিটবে এবং সাফল্যের দিকে এগবেন। সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে। সুতরাং বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। শরীর মাঝেমধ্যেই খারাপ হতে পারে। দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে বোঝাপড়া হলে সমস্যা নিজেরা মেটানোর চেষ্টা করুন। নিজেদের ঝামেলা অন্য কাউকে জানাতে যাবেন না। বছরটা ভালই কাটবে মাঝেমধ্যে একটু সমস্যা থাকতে পারে। কিন্তু চিন্তার কোনও কারণ নেই।

তুলা রাশির ২০২৪ সাল

তুলা রাশির কাজের দিকটা যথেষ্ট ভাল থাকবে। কাজের জায়গায় প্রতিপত্তি বৃদ্ধি হবে। টাকা পয়সা নিয়ে কোনও রকম সমস্যা থাকছে না। তবে বিশ্বাসঘাতকতা থেকে সাবধান। পুরনো কোনও কিছু আপনার জীবনে আবারও ফিরতে পারে। খুব সাবধান আবারো আপনি ঠকতে পারেন। পুরনো কোনও কিছু ছেড়ে জীবনে এগিয়ে যাওয়া টাই বুদ্ধিমানের কাজ হবে। বাড়িতে কারও শরীর খারাপ হতে পারে। আপনাকে বাড়ি ছেড়ে অনেক দূরে গিয়ে কিছু কাজ করতে হতে পারে। নতুন প্রেম ভালবাসা জীবনে আসবে, তবে সবটা বুঝেশুনে এগোনোই ভাল।

বৃশ্চিক রাশির ২০২৪ সাল

বৃশ্চিক রাশির কিন্তু ক্যারিয়ারের দিক থেকে এই বছরটা যথেষ্ট ভাল থাকতে চলেছে। তবে কেরিয়ার নিয়ে অনেক দো-টানার মধ্যে থাকবেন। টাকা পয়সা কোথায় খরচ করবেন কোথায় ইনভেস্ট করবেন সেগুলো ভেবেচিন্তে করবেন। জলপথে ভ্রমণ হতে পারে।। তবে ইউনিভার্সের আশীর্বাদ অবশ্যই আপনাদের সঙ্গে কিন্তু থাকবে। অন্তঃসত্ত্বা হতে পারেন অনেকে। পরিবারের সঙ্গে বন্ধু-বান্ধবের সঙ্গে ভাল সময় কাটাবেন। শারীরিক দিক থেকে একটু সমস্যা থাকতে পারে। বছরের সঙ্গে সঙ্গে সময় ও ভাল দিকে এগোবে।

ধনু রাশির ২০২৪ সাল

ধনু রাশির জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভাল থাকতে চলেছে। ক্যারিয়ারে কিন্তু আপনি অনেক সফলতা পাবেন। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন আপনি এই বছর অনেক বড় সুযোগ পাবেন। আপনার কাজের জায়গায় এবং কাজের জায়গার বাইরে ও আপনার অনেক সুনাম যশ খ্যাতি আপনি অর্জন করবেন। তবে প্রচুর খাটবেন আপনি এই বছর। কাজের অনেক চাপ থাকবে। কাজের চাপ থেকে শরীর খারাপ হতে পারে। আপনার অনেক ইচ্ছে পূরণ হবে। ছোট থেকে বড় অনেক ম্যানিফেস্টেশন পূরণ হবে। প্রেম ভালবাসার জন্যও বছরটা ভাল।

মকর রাশির ২০২৪ সাল

মকর রাশির জন্য এই বছরটা অনেকটা ভাল যাবে গত বছরগুলো তুলনায়। এই বছরে নতুন প্রেম আপনারা জীবনে পাবেন যদি আপনারা সিঙ্গেল হয়ে থাকেন। অনেকেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। পরিবারের সঙ্গে অনেক ভাল সময় আপনারা কাটাবেন। আয় বৃদ্ধি হবে। ক্যারিয়ারে আপনাদের অনেক সফলতা আসবে। তবে ঠকতে পারেন এই বছর। টাকা পয়সা ধার কাউকে দেবেন না। দিলে হয়তো আর ফেরত পাবেন না। বা অন্যভাবেও টাকা পয়সায় ক্ষতি হতে পারে। বড় কোনও কিছু ক্রয় করার আগে অবশ্যই ভালভাবে যাচাই করে নেবেন। পুরনো প্রেম যা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এমন প্রেম আপনার জীবনে কিন্তু ফিরতে পারে। শরীর একটু খারাপ থাকতে পারে মাঝেমধ্যে। তাছাড়া বছরটা যথেষ্ট ভাল কাটবে। যে কোনও কাজ আপনার পক্ষেই হবে। এবং আপনি অনেক উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারবেন। অনেক আনন্দ হই হুল্লোড়ের মধ্যে কাটতে চলেছে বছরটা।

কুম্ভ রাশির ২০২৪ সাল

গত বছরগুলোর তুলনায় কুম্ভ রাশির এই বছরটা যথেষ্ট ভাল হবে। অনেকদিন ধরে আটকে থাকা কাজ কিন্তু এবার হতে শুরু করবে। অনেকদিন ধরে ভেবেছিলেন কোনও কিছু করবেন ফাইনালি এইবার সেটা করতে পারবেন। জীবনে প্রেম ভালবাসার দিকটাও যথেষ্ট ভাল থাকতে চলেছে। ঢাকের চাকায় এবার ধীরে ধীরে কিন্তু বদলাবে। কোনও ব্যবসা শুরু করতে পারেন। ক্যারিয়ারে কিন্তু প্রমোশন হতে পারে। নিজের বাড়ির থেকে দূরে গিয়ে কাজ করলে সফলতা পাবেন। তবে মাঝেমধ্যে পারিবারিক অশান্তি হতে পারে। ব্যথা-বেদনা যন্ত্রণা হতে পারে শরীরে। বড় কোনও ইচ্ছে কিন্তু পূরণ হতে পারে।

মীন রাশির ২০২৪ সাল

মীন রাশির জীবনে কিন্তু নতুন প্রেম আসতে পারে। বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অনেকেই। নিজের জীবন সঙ্গীর সঙ্গে কাজকর্ম করলেও কিন্তু আপনার অনেক উন্নতি আসবে। জীবনসঙ্গীকে আপনি পাশে পাবেন আপনার যে কোনও পরিস্থিতিতে। কাজের অনেক প্রেসার থাকবে তবে গায়ের জোরে কিছু করবেন না। কোনও পরিস্থিতি আপনার পক্ষে না থাকলে সেটাকে জোর করবেন না। শরীর মাঝেমধ্যেই খারাপ থাকবে। ক্যারিয়ারের দিকে বছরের দ্বিতীয় ভাগে অনেক উন্নতি রয়েছে। ঘোরাফেরা থাকছে। আনন্দের মধ্যেই কাটবে বছরটা।

আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?