Narendra Modi: মোদীর পাওয়া উপহার উঠবে নিলামে, কী ভাবে কিনবেন?

Gift Auction: ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই নিলাম। উপহার নিলামে তুলে যে টাকা পাওয়া যাবে, তা নমামি গঙ্গে মিশনে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Narendra Modi: মোদীর পাওয়া উপহার উঠবে নিলামে, কী ভাবে কিনবেন?
মোদীর পাওয়া উপহার উঠবে নিলামে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2022 | 9:27 PM

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে উপহার পান নরেন্দ্র মোদী। দেশের ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও অনেকে বিভিন্ন জিনিস বিভিন্ন উপলক্ষে উপহার দিয়ে থাকেন মোদীকে। প্রধানমন্ত্রীর পাওয়া এ রকম প্রায় ১২০০ উপহার নিলামে তোলা হবে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই নিলাম। উপহার নিলামে তুলে যে টাকা পাওয়া যাবে, তা নমামি গঙ্গে মিশনে দেওয়া হবে বলে জানা গিয়েছে। নিলামে উঠতে চলা সেই উপহারের তালিকায় রয়েছে এমন কিছু জিনিস যা ভারতের বিভিন্ন ঐতিহ্যের সাক্ষী। দেশেরক বিখ্যাত বিভিন্ন ব্যক্তিত্বের দেওয়া উপহারও উঠবে নিলামে। জানা গিয়েছে, নিলাম হতে চলা বিভিন্ন জিনিসের প্রাথমিক দাম রাখা হয়েছে ১০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা। এই প্রাথমিক দামের নিরিখে হবে নিলাম।

প্রধানমন্ত্রী যে সব দামি এবং দুর্মূল্য উপহার পান, তার একটা অংশ রাখা থাকে ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে। সেখানকার ডিরেক্টর জেনারেল অদ্বৈত গদনায়ক জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর থেকে ওই উপহারের নিলাম শুরু হবে। pmmementos.gov.in – এই পোর্টালে গিয়ে অংশ নেওয়া যাবে সেই নিলামে। ২ অক্টোবর পর্যন্ত নিলাম চালানো হবে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীর যে সব উপহার নিলামে উঠতে চলেছে সেই তালিকায় রয়েছে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপহার দেওয়া রানি কমলাপতির মূর্তি। এর পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া হনুমান মূর্তিও রয়েছে তালিকায়। আদিত্যনাথের দেওয়া একটি ছবিও উঠবে নিলামে। হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের দেওয়া একটি ত্রিশুলও উঠবে নিলামে। এনসিপি নেতা অজিত পওয়ার কোলাপুরে অবস্থিত মহালক্ষ্মীর আদলে একটি মূর্তি উপহার দিয়েছিলেন মোদীকে। সেটিও উঠবে নিলামে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির দেওয়া লর্ড ভেঙ্কটশ্বরের দেওয়ালে ঝোলানো মূর্তি উঠবে নিলামে। এই প্রথম নয়। এর আগেও নিলামে উঠেছে প্রধানমন্ত্রীর উপহার। এই নিয়ে চতুর্থ বার নিলামে উঠবে উপহার।