AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hydrogen Train: প্লেনের গতিতে পৌঁছে যাবেন কলকাতা থেকে পুরী, বন্দে ভারতকে চাপে ফেলতে আসছে হাইড্রোজেন ট্রেন, গতি কত জানেন?

Hydrogen Train: জুলাই মাসের শেষভাগেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যেখানে এই ট্রেনটি তৈরি হচ্ছে, সেখানে কোচের ট্রায়াল রানও সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এবার বাকি শুধু ট্রাকে ছোটা।

Hydrogen Train: প্লেনের গতিতে পৌঁছে যাবেন কলকাতা থেকে পুরী, বন্দে ভারতকে চাপে ফেলতে আসছে হাইড্রোজেন ট্রেন, গতি কত জানেন?
হাইড্রোজেন ট্রেন। Image Credit: X
| Updated on: Aug 13, 2025 | 2:35 PM
Share

নয়া দিল্লি: নয়া বিপ্লব ভারতীয় রেলওয়ের। এবার ট্রাকে ছুটবে হাইড্রোজেন ট্রেন। ইতিমধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে হাইড্রোজেন ট্রেন। তার ফার্স্ট লুক সামনে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে  ভারতে এই হাইড্রোজেন ট্রেন চলবে।

জুলাই মাসের শেষভাগেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যেখানে এই ট্রেনটি তৈরি হচ্ছে, সেখানে কোচের ট্রায়াল রানও সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এবার বাকি শুধু ট্রাকে ছোটা।

বাকি ট্রেনের থেকে কতটা আলাদা হবে হাইড্রোজেন ট্রেন?

  • নাম শুনেই বোঝা যাচ্ছে, এই ট্রেন পেট্রোল বা ডিজেল কিংবা বিদ্যুৎ চালিত হবে না। ট্রেন চলবে হাইড্রোজেন জ্বালানিতে। ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেকেই হাইড্রোজেন ফুয়েল সেল যোগ করা হয়েছে। এই ট্রেনকে ভারতীয় রেলওয়ের যুগান্তকারী পদক্ষেপ বলা হচ্ছে কারণ হাইড্রোজেন জ্বালানি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এই ট্রেন চললে কোনও দূষণ হবে না।
  • হরিয়ানার জিন্দে অবস্থিত ইলেকট্রোলাইজার থেকে পলিমার ইলেকট্রোলাইট মেমব্রেনের মাধ্যমে ১ মেগাওয়াট হাইড্রোজেন জ্বালানি পাঠানো হবে। দৈনিক ৪৩০ কেজি হাইড্রোজেন উৎপাদন হবে।
  • দ্বিতীয় বিষয় হল এই ট্রেনের গতি। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন। ১২০০ হর্সপাওয়ারের ক্ষমতা বিশিষ্ট এই ট্রেন বন্দে ভারতকেও টেক্কা দেবে।
  • ২৬৩৮ আসন থাকবে এই ট্রেনে। মোট ৮টি কোচ থাকবে। দুই প্রান্তে থাকবে হাইড্রোজেন ইঞ্জিন। এটা বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেন ট্রেন হতে চলেছে।
  • প্রায় ৮০ কোটি টাকা ব্যয় করে এক একটি ট্রেন তৈরি করা হয়েছে। ৭০ কোটি টাকা খরচ হবে পার্বত্য এলাকায় এই ট্রেনের রুট তৈরি করতে। এই ট্রেন আগামিদিনের নয়া দিগন্ত তৈরি করে দেবে বলেই রেলমন্ত্রীর দাবি।
  • রাজ্যসভাতেই রেলমন্ত্রী জানিয়েছিলেন, ‘হাইড্রোজেন ফর হেরিটেজ’ উদ্যোগে দেশজুড়ে মোট ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানো হবে। পাইলট প্রকল্পে আপাতত হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত চলবে এই ট্রেন। পরে ধাপে ধাপে আরও রুটে হাইড্রোজেন ট্রেন চালানো হবে।
  • ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্যও তৈরি করা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল বিশিষ্ট টাওয়ার কার। এগুলির এক একটি দামই ১০ কোটি টাকা।