India’s Daily COVID-19 Cases: ২ লক্ষ ৬৮ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ, উর্ধ্বমুখী সংক্রমণের হারই জানান দিচ্ছে ‘বিপদে’র

India's Daily COVID-19 Cases: দেশে সংক্রমণের হার ১৪.৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ শতাংশে। 

India's Daily COVID-19 Cases: ২ লক্ষ ৬৮ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ, উর্ধ্বমুখী সংক্রমণের হারই জানান দিচ্ছে 'বিপদে'র
সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2022 | 11:10 AM

নয়া দিল্লি: আড়াই লাখের গণ্ডি পার করার পরই গতি ধীর হয়েছে সংক্রমণের (COVID-19)। দেশে খুব সামান্য়ই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার জন, যা গতকালের তুলনায় সামান্য বেশি। দেশে সংক্রমণের হার (Positivity Rate) ১৪.৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬.৬ শতাংশে।

সংক্রমণের রেখাচিত্র:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৭ লক্ষ। দৈনিক আক্রান্তের সংখ্য়া বৃদ্ধি পাওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০-তে। দেশের মোট আক্রান্তের ৩.৮৫ শতাংশ সক্রিয় রোগীর সংখ্যা।

এদিকে, সংক্রমণের পাশাপাশি মৃত্যুহারও বেশ কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪০২ জনের জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২-এ। বিগত একদিনে সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৪৭ হাজার ৩৯০ -এ বেড়ে দাঁড়াল।

কমছে সুস্থতার হার:

দেশে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, ধীরে ধীরে কমতে শুরু করেছে সুস্থতার হার। গতমাসেই যেখানে দেশে সুস্থতার হার ছিল ৯৮ শতাংশ, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৯৪.৮৩ শতাংশে। বাড়ছে সংক্রমণের হারও। একদিকে দৈনিক সংক্রমণের হার যেমন বেড়ে ১৬.৬৬ শতাংশে দাঁড়িয়েছে, তেমনই সাপ্তাহিক সংক্রমণের হারও ১২.৮৪ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে।

ওমিক্রন সংক্রমণ:

করোনার পাশাপাশি উর্ধ্বমুখী ওমিক্রন সংক্রমণও। বর্তমানে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪১। দেশের ২৮টি রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলেই এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

কোন রাজ্যে কতটা বাড়ল সংক্রমণ?

রাজ্য ভিত্তিক সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ২১১ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১ লক্ষ ২৪ হাজার ২৭৮-এ। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার ৩৮৭।

অন্য়দিকে, দিল্লিতে সংক্রমণের হার এক ধাক্কায় বেড়ে ৩০.৬৪ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৮৩ জন। গতকালই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন জানান, করোনা সংক্রমণের বর্তমান ঢেউয়ে যারাই মারা গিয়েছেন, তাদের মধ্যে ৭৫ শতাংশই টিকাহীন ছিলেন।

এদিকে, ভোটমুখী উত্তর প্রদেশেও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। সে রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্য়া ৮৪ হাজার ৪৪০ জন। সংক্রমণ বাড়লেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। একদিকে যেমন করোনাবিধি ভেঙে সমাজবাদী পার্টির অফিসের বাইরে জমায়েতের জন্য ২৫০০ সমর্থকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, তেমনই আবার প্রয়াগরাজ, বারাণসীতে করোনাবিধি ভুলেই লক্ষাধিক মানুষ মকর সংক্রান্তিতে পুণ্যস্নান সেরেছেন।

দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কেরলে বিগত এক সপ্তাহ ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে ১৬ হাজার ৩৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, তামিলনাড়ুতেও শুক্রবার ২৩ হাজার ৪৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: Delhi’s COVID-19 Cases: আজ ২৮ হাজার তো কাল ২৪ হাজার! কী ইঙ্গিত দিচ্ছে দিল্লির করোনার রেখাচিত্রের ওঠানামা?