Murder: দু’দিন ধরে মহিলাকে তন্নতন্ন করে খুঁজছিল পুলিশ, শেষে মিলল ৬ টুকরো করা দেহ! অভিযুক্তের নাম শুনে স্তম্ভিত স্বামী

Crime: তদন্তে নেমে পুলিশ ওই মহিলার মোবাইল লোকেশন ও কল রেকর্ড চেক করে, গুল মহম্মদ নামক এক ব্যক্তির বাড়িতে পৌঁছয়। ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পরে গুল মহম্মদের স্ত্রী-ই জানান যে বাড়ির পিছনে ওই মহিলার দেহ মাটিতে পোঁতা রয়েছে।

Murder: দু'দিন ধরে মহিলাকে তন্নতন্ন করে খুঁজছিল পুলিশ, শেষে মিলল ৬ টুকরো করা দেহ! অভিযুক্তের নাম শুনে স্তম্ভিত স্বামী
মৃত মহিলা।Image Credit source: X
Follow Us:
| Updated on: Oct 31, 2024 | 1:36 PM

জয়পুর: আবারও শ্রদ্ধা কাণ্ডের ছায়া। উদ্ধার হল এক মহিলার টুকরো টুকরো করা দেহ। বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। পুলিশে অভিযোগও দায়ের করা হয়। বুধবার অবশেষে তাঁর দেহাংশ উদ্ধার হল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো এক পারিবারিক বন্ধুই হয়তো খুন করেছে ওই মহিলাকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রাজস্থানের যোধপুরের ঘটনা এটি। বুধবার রাতে বছর পঞ্চাশের ওই মহিলার দেহ উদ্ধার হয়। মৃতার নাম অনিতা চৌধুরী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা একটি বিউটি পার্লার চালাতেন। গত ২৭ তারিখ দুপুর আড়াইটে নাগাদ তিনি পার্লার বন্ধ করেন, কিন্তু রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি। একদিন বাদে তাঁর স্বামী পুলিশে নিখোঁজ ডায়েরি করেন।

তদন্তে নেমে পুলিশ ওই মহিলার মোবাইল লোকেশন ও কল রেকর্ড চেক করে, গুল মহম্মদ নামক এক ব্যক্তির বাড়িতে পৌঁছয়। ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পরে গুল মহম্মদের স্ত্রী-ই জানান যে বাড়ির পিছনে ওই মহিলার দেহ মাটিতে পোঁতা রয়েছে। পরে পুলিশ মাটি খুঁড়ে ছয় টুকরো  করা দেহ উদ্ধার করে। দেহের টুকরো গুলি উদ্ধার করে এইমস হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

ঘটনার পর থেকেই অভিযুক্ত গুল মহম্মদ পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত ওই মহিলা অভিযুক্ত গুল মহম্মদের পূর্বপরিচিত। তিনি অভিযুক্তকে নিজের ভাইয়ের মতো মনে করতেন। কী কারণে অভিযুক্ত ওই মহিলাকে খুন করল এবং দেহ টুকরো টুকরো করল, তা এখনও জানা যায়নি।