করোনা রোগীদের জন্য গরুর দুধ-গোমূত্রে তৈরি ওষুধ, ‘সাড়া ফেলেছে’ এই কোভিড কেয়ার সেন্টার

দু'জন আয়ুর্বেদ চিকিৎসক (Ayurvedic Doctor) সর্বক্ষণ থাকছেন সেখানে।

করোনা রোগীদের জন্য গরুর দুধ-গোমূত্রে তৈরি ওষুধ, 'সাড়া ফেলেছে' এই কোভিড কেয়ার সেন্টার
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 09, 2021 | 7:20 PM

গুজরাট: এবার করোনা চিকিৎসায় গরুর দুধ (Cow Milk) ও গোমূত্রের (Cow Urine) ব্যবহার। ‘গোশালা’র ভিতরই খোলা হয়েছে কোভিড কেয়ার সেন্টার। সেখানে ‘পজিটিভ’ রোগীদের চিকিৎসা চলছে গরুর দুধ ও গোমূত্রে তৈরি আয়ুর্বেদিক ওষুধ দিয়ে। গুজরাটের বনষ্কন্ঠ জেলার তেতোরা গ্রামের এই ঘটনা।

তেতোরায় ‘বেদলক্ষণা পঞ্চগব্য আয়ুর্বেদ কোভিড আইসোলেশন সেন্টার’ নামে একটি কোভিড চিকিৎসাকেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় দিশা তালুকের সাতজন করোনা আক্রান্ত রোগী সেখানে চিকিৎসাধীন। গোধাম মহাতীর্থ পথমেধার বনষ্কন্ঠ শাখার ট্রাস্টি মোহন যাদব বলেন, “৫ মে আমরা এই সেন্টার চালু করি। এখানে মাইল্ড কোভিড-১৯ আক্রান্তদের আটটি আয়ুর্বেদ ওষুধ দেওয়া হচ্ছে। যেগুলি গরুর দুধ, ঘি ও গোমূত্র দিয়ে তৈরি। প্রত্যেক আক্রান্তই প্যাথলজি থেকে পজিটিভ রিপোর্ট দেখিয়ে এখানে ভর্তি হয়েছেন।” পথমেধার শাখা রাজারাম গোশালা আশ্রম। সেখানেই চলছে এই অতিমারির এই বিশেষ চিকিৎসা।

আরও পড়ুন: আরও দুই সিংহীর শরীরে করোনার থাবা, এবার ভারতেও বাড়ছে উদ্বেগ

মোহন যাদব জানিয়েছেন, প্রাথমিকভাবে পঞ্চগব্যে তৈরি আয়ুর্বেদ থেরাপিই দেওয়া হচ্ছে কোভিড উপসর্গ থাকলে। তাঁর কথায়, “আমরা গো তীর্থ” দিচ্ছি যা দেশি গরুর মূত্র ও অন্যান্য হার্ব দিয়ে তৈরি। এখানে সর্দির জন্য গরুর মূত্র মিশ্রিত ওষুধ দেওয়া হচ্ছে। ইমিউনিটি বাড়াতে দিচ্ছি গরুর দুধে তৈরি চ্যবনপ্রাশ।” একেবারে নিখরচায় চলছে এই চিকিৎসা। দু’জন আয়ুর্বেদ চিকিৎসক সর্বক্ষণ থাকছেন সেখানে। তবে এই গো-পথ্য কাজ না করলে তখন অ্যালোপ্যাথিক ওষুধ দেওয়া হচ্ছে। তার জন্য দু’জন এমবিবিএস ডাক্তারও রয়েছেন।