পুলিশ ও সেনার যৌথ অভিযানে পুঞ্চ থেকে উদ্ধার গ্রেনেড
২৪ ঘণ্টা আগেও যৌথ অভিযানে (Joint Operation) ডোডা জেলার চকরেন্ডি গ্রাম থেকে ৪০ কিলোগ্রাম বিস্ফোরক
শ্রীনগর: পুলিশ ও সেনার যৌথ অভিযানে জম্মু-কাশ্মীরের পুঞ্চ (Poonch) জেলা থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক হ্যান্ড গ্রেনেড। সীমান্তে শান্তি নষ্ট করতে কোনও হামলার পরিকল্পনা থেকেই এই হ্যান্ড গ্রেনেড মজুত করা হয়েছিল বলে মনে করছে পুলিশ। রবিবার সুরানকোটের ফাগলা পুলিশ ও ভারতীয় সেনার এই অভিযানে ১৯টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
আরও পড়ুন: ‘প্রিয়জনকে বাঁচাতে মানুষ জমি, গয়না বিক্রি করে দিচ্ছেন’, পরিস্থিতি সামলাতে মোদীকে পরামর্শ খাড়গের
পুলিশের কাছে খবর ছিল, জাতীয় সড়ক ১৪৪এ-র (জম্মু-পুঞ্চ হাইওয়ে) উপর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে পারে জঙ্গিরা। এরপরই এই যৌথ অভিযান চলে। প্রশাসনের মুখপাত্র জানান, বড় কোনও পরিকল্পনা ছিল জঙ্গিদের। তবে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে তা বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা। পুঞ্চে অশান্তির বাতাবরণ তৈরি করতেই এই হ্যান্ড গ্রেনেডগুলি মজুত করা হচ্ছিল।
একদিন আগেও যৌথ অভিযানে ডোডা জেলার চকরেন্ডি গ্রাম থেকে ৪০ কিলোগ্রাম বিস্ফোরক, চারটি বৈদ্যুতিন ডেটোনেটর, বিদ্যুতের তার, প্রেশার কুকার আইইডি ৫ লিটার, লোহার পাইপ-সহ একাধিক বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার হয়। সীমান্তকে অশান্ত করতেই বারবার এরকম বিস্ফোরক মজুতের ঘটনা ঘটছে বলেই মনে করা হচ্ছে।