Prashant Kishor: একই বিচারক, শর্তাধীন থেকে কয়েক ঘণ্টায় নিঃশর্ত জামিন পিকের

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Jan 06, 2025 | 9:47 PM

Prashant Kishor: এদিন বিচারক আরতি উপাধ্যায় প্রথমে প্রশান্ত কিশোরকে শর্তাধীন জামিন দিয়েছিলেন। ২৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করে বিচারক জানিয়েছিলেন, ভবিষ্যতে এইরকম প্রতিবাদে অংশ নিতে পারবেন না তিনি। কিন্তু, নিঃশর্ত জামিনের পক্ষে সওয়াল করেন পিকের আইনজীবী। জামিনের বন্ডে স্বাক্ষরও করেননি।

Prashant Kishor: একই বিচারক, শর্তাধীন থেকে কয়েক ঘণ্টায় নিঃশর্ত জামিন পিকের
প্রশান্ত কিশোর (ফাইল ফোটো)

Follow Us

পটনা: শর্তসাপেক্ষে জামিন চান না তিনি। জানিয়ে দিয়েছিলেন জন সুরজ দলের নেতা প্রশান্ত কিশোর। অবশেষে বিনা শর্তে জামিন পেলেন তিনি। সোমবার কোনও শর্ত ছাড়াই তাঁর জামিন মঞ্জুর করল পটনার একটি আদালত। আর জামিন পেয়েই প্রশান্ত কিশোর(পিকে) জানিয়ে দিলেন, পটনার গান্ধী ময়দানে বিক্ষোভ-অবস্থান জারি রাখবেন তিনি।

প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবিতে গত ২ জানুয়ারি গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেন পিকে। এদিকে, শনিবারই অর্থাৎ ৪ জানুয়ারি ২২টি সেন্টারে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়। তারপরও অনশন চালিয়ে যাচ্ছিলেন প্রশান্ত কিশোর। এদিন ভোরে পুলিশ তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

এদিন বিচারক আরতি উপাধ্যায় প্রথমে প্রশান্ত কিশোরকে শর্তাধীন জামিন দিয়েছিলেন। ২৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করে বিচারক জানিয়েছিলেন, ভবিষ্যতে এইরকম প্রতিবাদে অংশ নিতে পারবেন না তিনি। কিন্তু, নিঃশর্ত জামিনের পক্ষে সওয়াল করেন পিকের আইনজীবী। জামিনের বন্ডে স্বাক্ষরও করেননি।

এই খবরটিও পড়ুন

তখন আদালত জানায়, নির্দেশ পর্যালোচনা করার ক্ষমতা তাঁর নেই। জামিনের শর্তে নিমরাজি হলে হাইকোর্টে আবেদন করতে বলেন বিচারক। তারপরই প্রশান্ত কিশোরকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পরে ওই বিচারকই কোনও শর্ত ছাড়াই প্রশান্ত কিশোরের জামিন মঞ্জুর করেন। আর জামিন পেয়েই পিকের প্রথম বার্তা, গান্ধী ময়দানে অবস্থান-বিক্ষোভ জারি রাখবেন তিনি।

 

Next Article