Bangladesh: বাংলাদেশের অবস্থা নিয়ে কী ভাবছে তৃণমূল? মুখ খুললেন অভিষেক
Bangladesh: গত দু'দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভের আগুন জ্বলছে, চড়া হচ্ছে স্লোগান। সংঘর্ষের এক আইনজীবীর মৃত্যুর ঘটনা সেই আগুনে কার্যত ঘি ঢেলেছে।
কলকাতা: বাংলাদেশের পরিস্থিতির আঁচ ক্রমশ পড়তে শুরু করেছে এপার বাংলাতেও। ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস গ্রেফতার হওয়ার পর কলকাতায় প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে বিজেপি। এবার এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। ফিরহাদ হাকিম, সৌগত রায়ের মতো নেতারা ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন ও উদ্বেগ প্রকাশ করেছেন। এবার এই বিষয়ে কথা বললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার দিল্লিতে অভিষককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে, সেটাই মেনে নেবে তৃণমূল। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নাক গলাতে চাইছে না দল। তবে বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে অভিষেক বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
এদিকে, বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কথা বলেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সৌগত রায়ের বক্তব্য, ‘এটা রাজ্যের বিষয় নয়। কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতে হবে।’
অন্যদিকে, মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য ধর্মান্ধতায় পাকিস্তানের মতো অন্ধকারে চলে যেতে হবে বাংলাদেশকে। তিনি বলেন, “আমরা মানুষের পাশে রয়েছি। বাংলাদেশে যেটা হয়েছে, সেটা কাম্য নয়। বাংলাদেশ বাংলার একটা অংশ। আমরা ধর্ম নিরপেক্ষতার পথে থাকি। বাংলাদেশে এর আগে যে সরকার ছিল, তারা ধর্ম নিরপেক্ষতার পথে ছিল বলে পরিস্থিতি অনেক ভাল ছিল।”