Adhir-Mahua: তৃণমূলে মহুয়া কতটা কদর পান? প্রশ্ন তুলে জল্পনা বাড়ালেন অধীর

বহিষ্কৃত হওয়ার পর মহুয়ার পাশে যে ভাবে রাহুল-সনিয়াকে দেখা গিয়েছিল, তার পর থেকে মহুয়াকে কংগ্রেসের ফিরবেন কি না, তা নিয়ে জল্পনা উঠেছিল কোনও কোনও মহলে। কিন্তু এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও তৃণমূলের অন্দরে মহুয়ার কদর আদৌ কতটা আছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

Adhir-Mahua: তৃণমূলে মহুয়া কতটা কদর পান? প্রশ্ন তুলে জল্পনা বাড়ালেন অধীর
তৃণমূলে মহুয়ার গুরুত্ব নিয়ে সংশয়ে অধীর Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 3:36 PM

নয়াদিল্লি: মহুয়া মৈত্রের ইস্যু নিয়েই গত কয়েকদিন ধরে চর্চা চলছে রাজনীতিতে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠা এবং তা নিয়ে এথিক্স কমিটির তদন্ত- বিভিন্ন সময়ে মহুয়ার পাশে থাকতে দেখা গিয়েছে কংগ্রেসকে। বরং তৃণমূলকে প্রথম দিকে সেভাবে পাশে থাকতে দেখা যায়নি। বরং ‘নিজের লড়াই মহুয়া নিজেই লড়তে সক্ষম’- এ ধরনের বক্তব্যে একাধিক বার শোনা গিয়েছিল ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের তরফে। বহিষ্কৃত হওয়ার পর মহুয়ার পাশে যে ভাবে রাহুল-সনিয়াকে দেখা গিয়েছিল, তার পর থেকে মহুয়াকে কংগ্রেসের ফিরবেন কি না, তা নিয়ে জল্পনা উঠেছিল কোনও কোনও মহলে। কিন্তু এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও তৃণমূলের অন্দরে মহুয়ার কদর আদৌ কতটা আছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মহুয়া কাণ্ডের পর টিভি৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন অধীর।

একটা বিষয় অধীর চৌধুরী আগেই জানিয়েছিলেন, মহুয়ার পাশে দাঁড়ানো মানেই তৃণমূলের পাশে দাঁড়ানো নয়। ন্যায়ের পক্ষ নিতেই মহুয়ার পাশে কংগ্রেস, তাও স্পষ্ট করেছেন অধীর। এ বিষয়ে অধীর বলেছেন, “ আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, নিয়মের পক্ষে, সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে দাঁড়ায়। একটা বাড়াবাড়ি হচ্ছে। তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা একবারও বলিনি মহুয়া মৈত্র কোনও ভুল করতে পারে না। ভুল করতেই পারে। নিয়ম না মানতে পারে। কিন্তু মহুয়া মৈত্রকে সংসদে ২ মিনিট সময় দিলে কী ক্ষতি হত? আকাশ ভেঙে পড়ত? আমি বলছি তুমি দোষী। কিন্তু দোষীকে বলছি, তোমার বলার অধিকার নেই। আমরা এর বিপক্ষে দাঁড়িয়েছি।”

এই প্রসঙ্গেই উঠে আসে মহুয়ার কংগ্রেসের ফেরার জল্পনার কথা। সেই প্রশ্নের জবাবা অধীর বলেছেন, “আমি এ বিষয়ে জানি না।” তবে তৃণমূলে আদেও মহুয়ার কদর রয়েছে কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে বহরমপুরের সাংসদ বলেছেন, “মহুয়া শিক্ষিত। বিদেশে পড়াশোনা করেছেন। সংসদে নিয়মিত প্রশ্ন করেন। আগে কংগ্রেসে ছিল। এখন তৃণমূলে রয়েছে। তৃণমূল তাঁকে বিধায়ক, সাংসদ করেছে। কিন্তু তৃণমূলে মহুয়া মৈত্রের খুব কদর আছে কি না তা আমার জানা নেই। আদেও তিনি দলে কতটা গুরুত্ব পান, জানি না। মহুয়া আগামী দিনে কী করবেন সেটা তাঁর ব্যাপার। সনিয়া গান্ধী ন্যায়ের পক্ষে দাঁড়াতে মহুয়ার পাশে থেকেছেন।”