AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Afghanistan Minister Press Meet: সমালোচনার মুখে ফের সাংবাদিক বৈঠক ডাকল আফগান বিদেশমন্ত্রী, এবার মহিলারাও পারবেন ঢুকতে

Afghanistan Minister Controversy: এক সপ্তাহের ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। রবিবার তিনি সাংবাদিক বৈঠক করেন, সেখানে কোনও মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। এই বিষয়টি সামনে আসতেই এবং সাংবাদিক বৈঠকের ছবি ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে।

Afghanistan Minister Press Meet: সমালোচনার মুখে ফের সাংবাদিক বৈঠক ডাকল আফগান বিদেশমন্ত্রী, এবার মহিলারাও পারবেন ঢুকতে
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 12, 2025 | 2:20 PM
Share

নয়া দিল্লি: বিতর্ক, সমালোচনার পর আফগানিস্তানের ভোলবদল। আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ফের সাংবাদুক বৈঠক ডাকলেন। সেখানে আমন্ত্রণ জানানো হল মহিলা সাংবাদিকদেরও। আগের সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ার পরই যাবতীয় বিতর্ক শুরু হয়েছিল।

এক সপ্তাহের ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। রবিবার তিনি সাংবাদিক বৈঠক করেন, সেখানে কোনও মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। এই বিষয়টি সামনে আসতেই এবং সাংবাদিক বৈঠকের ছবি ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে। বিরোধী নেতারা থেকে শুরু করে সাধারণ মহিলা, সকলেই এই ঘটনার নিন্দা করেন। এডিটরস গিল্ড অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান ওমেন্স প্রেস কর্পসের তরফেও মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ার ঘটনার নিন্দা করেন।

এদিকে, তুুমুল সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে এতে সরকারের কোনও ভূমিকা ছিল না। সাংবাদিকদের তালিকা আফগানিস্তান কনস্যুল জেনারেলে পাঠানো হয়েছিল। তারাই তালিকা তৈরি করেছিল। কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী দাবি করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনায় তাঁর অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি বলেন, “কীভাবে দেশের অন্যতম দক্ষ মহিলাদের এভাবে অপমান করা হল, যেখানে মহিলারা দেশের শিরদাঁড়া ও গর্ব”।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন যে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া আসলে প্রধানমন্ত্রী মোদীর মহিলা অধিকার সুরক্ষার ব্যর্থ প্রতিশ্রুতিকেই তুলে ধরে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “মিস্টার মোদী, যখন আপনি মহিলা সাংবাদিকদের পাবলিক ফোরাম থেকে বাদ দেওয়ায় সম্মতি দেন, তখন আপনি দেশের প্রতিটি মহিলাকে বলছেন যে তোমরা দুর্বল। আপনার নিশ্চুপ থাকা নারী শক্তির ফাঁপা স্লোগানকেই তুলে ধরে।”

এবার আফগানিস্তান বিদেশমন্ত্রীর টিমের তরফে আজ, রবিবার আরও একটি সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়, যেখানে সকলেই অংশ নিতে পারবেন। মহিলা সাংবাদিকদের প্রবেশে কোনও বাধা থাকবে না।