Cyclone Dana update: বঙ্গ নয়, ল্যান্ডফলের পর ছত্তীসগঢ়-মধ্য প্রদেশের দিকে এগোচ্ছে তীব্র ঘূর্ণীঝড় ‘দানা’

Cyclone Dana update: স্থলভাগে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিট থেকে শুক্রবার সকাল পর্যন্ত সেই প্রক্রিয়া চলেছে। মৌসম ভনের অনুমান, শুক্রবার দুপুরের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় দানা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে।

Cyclone Dana update: বঙ্গ নয়, ল্যান্ডফলের পর ছত্তীসগঢ়-মধ্য প্রদেশের দিকে এগোচ্ছে তীব্র ঘূর্ণীঝড় 'দানা'
ওড়িশার কেন্দ্রাপাড়ায় ঘূর্ণীঝড় দানার দাপটে উপরে গিয়েছে গাছImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2024 | 8:10 AM

কলকাতা: স্থলভাগে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় দানা। মৌসম ভবন থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছিল। শুক্রবার সকাল পর্যন্ত সেই প্রক্রিয়া চলেছে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ মৌসম ভবন জানিয়েছিল, দানা’-র টেইল বা লেজের অংশ এখন স্থলভাগে প্রবেশ করছে। ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও ঘণ্ডা দুয়েক লাগবে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডব। তীব্র ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে অবিরাম বৃষ্টি।

এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারে বৃষ্টি হয়েছে ৬৪ মিলিমিটার। দীঘায় বৃষ্টি হয়েছে ৩৭ মিলিমিটার। আর হলদিয়ায় ৬০ মিলিমিটার। অন্যদিকে, ওড়িশার চাঁদবালিতে বৃষ্টি হয়েছে ১৪২.৬ মিলিমিটার, ভুবনেশ্বরে ২০.৪ মিলিমিটার, বালেশ্বরে ৪৪.৮ মিলিমিটার এবং পারাদ্বীপে ৭৫.৯ মিলিমিটার।

মৌসম ভবন জানিয়েছে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা এখন ১০ কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এখনো ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। কোথাও কোথাও সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার।

মৌসম ভনের অনুমান, শুক্রবার দুপুরের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় দানা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে। তখন এটি দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই ঘূর্ণিঝড় তখন ছত্তীসগঢ় ও মধ্য প্রদেশের অভিমুখী এগোবে।