Air India Plane Crash: ‘MAY DAY, MAY DAY, আমরা আর…’ শেষ মুহূর্তে বলেছিলেন পাইলট, ‘ডিকোড’ হচ্ছে অভিশপ্ত AI 171-র ব্ল্যাক বক্স
Ahmedabad Plane Crash: উড়ান মন্ত্রকের সেক্রেটারি এসকে সিনহা বলেন, "দুপুর দুটো নাগাদ আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের মারফত তাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ২৪২ জন বিমানে ছিলেন, ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য ও দুজন পাইলট ছিলেন।"

আহমেদাবাদ: অবশেষে ‘ডিকোড’ হচ্ছে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত ১৭১ ফ্লাইটের ব্ল্যাক বক্সের তথ্য। আজ, শনিবার অসামরিক উড়ান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু সাংবাদিক বৈঠক করে জানালেন। দুর্ঘটনার আগে পাইলট শেষ কী বলেছিলেন, তাও জানা গিয়েছে।
আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় তদন্ত করছে এনআইএ সহ একাধিক তদন্তকারী সংস্থা। গঠন করা হয়েছে একাধিক উচ্চ পর্যায়ের প্যানেল। এবার ব্ল্যাক বক্সের তথ্যও জানা গেলে তদন্তে আরও অগ্রগতি হবে বলেই মনে করা হচ্ছে।
এ দিন কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রী বলেন, “এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরই এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ঘটনাস্থলে পৌঁছয়। ডিজি-ও ঘটনাস্থলে গিয়েছেন। গতকাল ঘটনাস্থল থেকে বিকেল ৫টা নাগাদ ব্ল্যাকবক্স পাওয়া গিয়েছে। এএআইবি টিম মনে করছে ব্ল্যাক্স বক্সের তথ্য আমাদের জানতে সাহায্য করবে যে কীভাবে বিমান ক্র্যাশ হল বা দুর্ঘটনার আগের মুহূর্তে কী হয়েছিল।”
জানা গিয়েছে, মে ডে বার্তার পাঠিয়েছিলেন পাইলট সুমিত সাবরওয়াল। তিনি বলেছিলেন, “মে ডে, মে ডে, মে ডে… বিমান থ্রাস্ট পাচ্ছে না, বিমান উড়ছে না, আমরা বাঁচব না।”
উড়ান মন্ত্রকের সেক্রেটারি এসকে সিনহা বলেন, “দুপুর দুটো নাগাদ আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের মারফত তাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ২৪২ জন বিমানে ছিলেন, ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য ও দুজন পাইলট ছিলেন।”
তিনি আরও জানান, “দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি টেক অফ করে, কয়েক সেকেন্ড পরে তা ৬৫০ ফুট উচ্চতায় পৌঁছয় বিমানটি, তারপরই নীচে নামতে শুরু করে। পাইলট আহমেদাবাদ এটিসি-কে মে-ডে বার্তা পাঠান। এটিসি সঙ্গে সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ও প্রান্ত থেকে কোনও সাড়া আসেনি। এক মিনিট পরই মেধানিনগরে বিমানটি ভেঙে পড়ে।”

