Yogi Adityanath: ‘অনুপ্রবেশকারী’ যোগী আদিত্যনাথ! কোথায় পাঠিয়ে দিতে বললেন অখিলেশ?
Akhilesh Yadav Attacks Yogi Adityanath: রবিবার লখনউতে রাম মনোহর লোহিয়ার মৃত্যুবার্ষিকীতে যোগ দিতে গিয়েছিলেন অখিলেশ যাদব। তিনি বলেন যে বিজেপি মিথ্যা তথ্য দিচ্ছে। বলেন, "যদি বিজেপির তথ্যে বিশ্বাস করে, তাহলে তারা হেরে যাবে। আমাদের উত্তর প্রদেশেও অনুপ্রবেশকারী রয়েছে।"

লখনউ: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘অনুপ্রবেশকারী’ বললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। বললেন, যোগী আদিত্যনাথ উত্তরাখণ্ডের। তাঁকে উত্তরাখণ্ডেই ফেরত পাঠিয়ে দেওয়া উচিত।
রবিবার লখনউতে রাম মনোহর লোহিয়ার মৃত্যুবার্ষিকীতে যোগ দিতে গিয়েছিলেন অখিলেশ যাদব। তিনি বলেন যে বিজেপি মিথ্যা তথ্য দিচ্ছে। বলেন, “যদি বিজেপির তথ্যে বিশ্বাস করে, তাহলে তারা হেরে যাবে। আমাদের উত্তর প্রদেশেও অনুপ্রবেশকারী রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই উত্তর প্রদেশের। আমরা চাই তাঁকে উত্তরাখণ্ডে ফেরত পাঠিয়ে দেওয়া হোক। উনি শুধু অনুপ্রবেশকারীই নন, তিনি চিন্তাধারার দিক থেকেও অনুপ্রবেশকারী।”
সপা নেতা আরও বলেন, “উনি (যোগী আদিত্যনাথ) বিজেপির সদস্য ছিলেন না, অন্য দলের সদস্য ছিলেন। তাহলে কবে এই অনুপ্রবেশকারীকে বের করা হবে?”
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিনকয়েক আগেই বলেছিলেন যে কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে। তিনি বলেছিলেন, “এই দেশে হিন্দুদের সংখ্য়া কমার নেপথ্যে ধর্মান্তরের কোনও বিশেষ ভূমিকা নেই। অন্যদিকে মুসলিম জনসংখ্য়া বৃদ্ধির কারণ আবার বাড়ন্ত জন্মহার নয়। বরং, বিরাট সংখ্যায় অনুপ্রবেশ। জনসংখ্যার এই বৈষম্য ১৯৫১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রতিটি জনগণনায় ধরা পড়েছে। কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে, তাঁদের নাম ভোটার তালিকা থেকে মুছে, সব শেষে তাঁদের আবার নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে।”
শাহের অনুপ্রবেশের এই মন্তব্যের প্রসঙ্গ টেনেই এবার অখিলেশ যাদব আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে।
