AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amarnath Yatra: অমরনাথে নামল ধস, মৃত্যু যাত্রীর, বন্ধ হয়ে গেল যাত্রা

Amarnath Yatra: ধস নামতেই এনডিআরএফ ও এসডিআরএফ উদ্ধারকাজে নেমেছে। বর্ডার রোডস অর্গানাইজেশন অমরনাথ যাত্রার পথে পাথর সরিয়ে, সংস্কারের কাজ শুরু করেছে।

Amarnath Yatra: অমরনাথে নামল ধস, মৃত্যু যাত্রীর, বন্ধ হয়ে গেল যাত্রা
অমরনাথ যাত্রাপথে নামল ধস।Image Credit: X
| Updated on: Jul 17, 2025 | 1:30 PM
Share

জম্মু: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উপত্যকা। পাহাড় থেকে নেমে আসা ধস, পাথরে মৃত্যুও হয়েছে এক মহিলা পুণ্যার্থীর। আহত হয়েছেন কয়েকজন।

এ দিন অমরনাথ যাত্রার বালতাল রুটে লাগাতার বৃষ্টির জেরে ধস নামে। গান্দেরবাল জেলার অধীনে এক জায়গায় ধস নামে। পাথরের আঘাতে এক মহিলার মৃত্যু হয়। আহত হন তিনজন। এরপরই জম্মু থেকে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অমরনাথ যাত্রার পথেও একাধিক পর্যটক আটকে পড়েছেন। সেখানে লাগাতার ধস নামছে। পাথর-কাদায় কার্যত অবরুদ্ধ যাত্রাপথ। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো সামনে এসেছে, যেখানে পর্যটকদের কাদার স্রোতে ভেসে যেতে দেখা যায়। অনেকে পাশের রেলিং ধরে কোনও রকমে রক্ষা পান।

প্রসঙ্গত, গত ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হয়েছিল। আগামী ৯ অগস্ট যাত্রা শেষ হওয়ার কথা। ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি পুণ্যার্থী দর্শন করেছেন।

ধস নামতেই এনডিআরএফ ও এসডিআরএফ উদ্ধারকাজে নেমেছে। বর্ডার রোডস অর্গানাইজেশন অমরনাথ যাত্রার পথে পাথর সরিয়ে, সংস্কারের কাজ শুরু করেছে। আধিকারিকরা জানিয়েছেন, রাস্তা সারাই না হওয়া পর্যন্ত যাত্রা বন্ধ থাকবে।

উল্লেখ্য, গান্দেরবালের এই বালতাল রুট ১৪ কিলোমিটার দীর্ঘ। তুলনামূলকভাবে রাস্তা কম হলেও, তা অত্যন্ত খাড়া।