AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah Meeting: তৃণমূলের ‘ভোটার-ভয়’, বিজেপির ‘নাগরিকত্ব আশ্বাস’! দিল্লির বৈঠকে নয়া কৌশল তৈরি শাহ-শমীকের

Amit Shah Meeting: সোমের বৈঠকের অভিমুখ ছুঁয়ে যায় সেই দিকটাও। সিএএ-কে কেন্দ্র করে যে ক্যাম্প তৈরি হচ্ছে, তাতে গাফিলতি না রাখার বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের। সম্প্রতি, এই সিএএ হেল্পডেস্কে মতুয়া সম্প্রদায়ের মানুষদের আহ্বান দিতে শোনা গিয়েছিল শান্তনু ঠাকুরকেও।

Amit Shah Meeting: তৃণমূলের 'ভোটার-ভয়', বিজেপির 'নাগরিকত্ব আশ্বাস'! দিল্লির বৈঠকে নয়া কৌশল তৈরি শাহ-শমীকের
শমীক ভট্টাচার্য ও অমিত শাহ (বাঁ দিক থেকে)Image Credit: PTI
| Updated on: Aug 05, 2025 | 7:48 AM
Share

জ্যোতির্ময় কর্মকার ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট

নয়াদিল্লি: বৈঠক নিয়ে একটা টালবাহানা ছিল। কিন্তু সোমবার শেষ পর্যন্ত বৈঠকে বসলেন অমিত শাহ। জানা গিয়েছে, দিল্লিতে সংসদ ভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন শাহ। তৃণমূল যেভাবে বাংলায় ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন-সহ বাঙালি অস্মিতায় শান দিচ্ছে, তারই পাল্টা রণকৌশল তৈরির নির্দেশ দেন অমিত শাহ।

সংসদের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ, বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, সতীশ ধুন্দ, আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী।

কী কী নির্দেশ শাহের?

বাংলার নেতৃত্বের সঙ্গে ঘণ্টা দেড়েকের বৈঠক। তাতেই একেবারে কৌশল এঁটে দিলেন শাহ। পাশাপাশি দিলেন জেলা ভিত্তিক সংগঠন মজবুত করার বার্তাও। সোমে আয়োজিত দিল্লির বৈঠকে তৃণমূলের বাঙালির অস্মিতা নিয়ে বঙ্গ বিজেপিকে সতর্ক করেছেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বিজেপি যে বাংলা বিরোধী নয়। সেটা প্রতি মুহূর্তের প্রচারে তুলে ধরতে হবেযে সুযোগ তৃণমূল একুশের নির্বাচনে পেয়েছিল, সেইবহিরাগততত্ত্ব পুনরায় ফিরে না আসে বলেই বঙ্গ বিজেপিকে সর্তক করেছে শীর্ষ নেতৃত্ব

এমনকি, তৃণমূল কোনও ন্যারেটিভ তৈরির চেষ্টা করলে পাল্টা জবাব দিতে হবে বলেই বার্তা ‘শাহি বৈঠকে’। পাশাপাশি, বিজেপির দিল্লির আলোচনায় উঠে আসে রাজ্য স্তরের কমিটির কথাও। লোকসভা নির্বাচনে অল্প ভোটে হারা এলাকায় বুথ কমিটি গঠন প্রক্রিয়া কোথায় আটকে, কেন আটকে? সেই বিষয়ের নজরের পরামর্শ শাহের। দ্রুত কমিটি গঠনেও দিয়েছেন জোর।

একদিকে যেমন তৃণমূলের ‘SIR-ভয়’। সেই সময় বঙ্গ বিজেপির হাতে রয়েছে ‘সিএএ-জোর’। আর সোমের বৈঠকের অভিমুখ ছুঁয়ে যায় সেই দিকটাও। সিএএ-কে কেন্দ্র করে যে ক্যাম্প তৈরি হচ্ছে, তাতে গাফিলতি না রাখার বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের। সম্প্রতি, এই সিএএ হেল্পডেস্কে মতুয়া সম্প্রদায়ের মানুষদের আহ্বান দিতে শোনা গিয়েছিল শান্তনু ঠাকুরকেও।

তবে পাল্টা আন্দোলনের রূপরেখা এতে সিএএ-বহিরাগত ইস্যুতেই থেমে থাকছে না। দিল্লির বৈঠকের পরেই কোন পথে আন্দোলন হবে সেই নিয়ে দিনের দিন জেলা স্তরে বার্তা পৌঁছে দেওয়া নির্দেশ দেন শাহ, নির্দেশ দেন বৈঠক করারও। সেই সূত্র ধরেই সোমবার রাত ৯টাতেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন বাংলার নেতারা। পাশাপাশি, বৈঠক করা হয়েছে জেলা সভাপতিদের সঙ্গেও। জানা গিয়েছে, এই বৈঠকেই রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা করার ডাক দিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। একদিকে তৃণমূল যখন SIR ইস্যুতে সুর চড়াবে, সেই সময় তিরঙ্গা যাত্রা কর্মসূচিকেও হাতিয়ার করবে বাংলার বিজেপি।

পাশাপাশি, রাতের ভার্চুয়াল বৈঠকে জেলা স্তরের নেতৃত্বদের সঙ্গে কী আলোচনা হল? তা আদৌ ফলপ্রসূ হল কিনা? আলোচনা থেকেই বা কী উঠে এল? এই সব নিয়ে পর্যালোচনা করতে মঙ্গলবার সকাল ৯টায় ফের শাহের সঙ্গে বৈঠকে বসতে পারেন শমীক-সুকান্তরা।