AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AI in School Education: শিক্ষায় বিরাট বিপ্লব, তৃতীয় শ্রেণি থেকেই AI নিয়ে পড়বে-শিখবে বাচ্চারা

Ministry of Education: জানা গিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সিলেবাসে ঢুকছে এআই। শিক্ষকদের এআই ট্রেনিং দেবে কেন্দ্রীয় সরকার।  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাশাপাশি কম্পিটেশনাল থিঙ্কিং-ও যোগ করা হবে। সমস্ত রাজ‍্য ও সিবিএসই (CBSE)-র সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

AI in School Education: শিক্ষায় বিরাট বিপ্লব, তৃতীয় শ্রেণি থেকেই AI নিয়ে পড়বে-শিখবে বাচ্চারা
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Edited By: | Updated on: Oct 31, 2025 | 12:51 PM
Share

কলকাতা: দেশের শিক্ষাব্যবস্থায় বিরাট বিপ্লব। পড়ুয়াদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এবং যুগের সঙ্গে তাসল মিলিয়ে চলতেই বিরাট সিদ্ধান্ত। এবার স্কুলে পড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। তৃতীয় শ্রেণি থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পঠন-পাঠন শুরু হবে। সমস্ত রাজ‍্য ও সিবিএসই (CBSE)-র সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

জানা গিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সিলেবাসে ঢুকছে এআই। শিক্ষকদের এআই ট্রেনিং দেবে কেন্দ্রীয় সরকার।  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাশাপাশি কম্পিটেশনাল থিঙ্কিং-ও যোগ করা হবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের তরফে জানানো হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শিক্ষাব্যবস্থার ভিত বানানো হবে।

জাতীয় শিক্ষা নীতি ও স্কুল শিক্ষার জন্য যে জাতীয় কার্যকরণী কাঠামো রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এআই-কে স্কুল শিক্ষায় অন্তর্গত করা হবে। সিবিএসই, এনসিইআরটি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ও নভোদয় বিদ্যালয় সমিতির সঙ্গে আলোচনা করা হচ্ছে। আইআইটি মাদ্রাজের অধ্যাপক কার্তিক রমনের নেতৃত্বে একটি এক্সপার্ট কমিটিও গঠন করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কম্পিটেশনাল থিঙ্কিং সংক্রান্ত পাঠক্রম তৈরির জন্য।

অল্প বয়স থেকেই পড়ুয়াদের এআই-র পাঠ দেওয়ার জন্য শিক্ষকদের প্রশিক্ষণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। জাতীয় স্তরে বেশ কিছু প্রোগ্রামের মাধ্যমে, এনসিইআরটি-র তৈরি ভিডিয়ো বেসড লার্নিং ও বইয়ের উপরে ভিত্তি করে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রসঙ্গত,  চিনে স্কুলগুলিতে এআই পড়া বাধ‍্যতামূলক। ⁠দক্ষিণ কোরিয়াতে স্কুলের টেক্সট বই ডিজিটাল। পড়তে হয় এআই ব‍্যবহার করে। আমেরিকায় কলেজ পড়ুয়াদের সিলেবাসে রয়েছে এআই। ⁠২০২৩ সাল থেকে স্কুলের পাঠ্যক্রমে এআই ঢুকিয়েছে অস্ট্রেলিয়াও।  ⁠স্কুলে স্কুলে এআই এর পাইলট প্রজেক্ট চালাচ্ছে জাপান।

সেখানেই আমাদের রাজ‍্যে স্কুল শিক্ষার বুনিয়াদি স্তরে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বছরখানেক আগে একটি আলাদা বিষয় হিসেবে এআই এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।