PM Modi: প্রধানমন্ত্রীর বাসভবনে শুভাংশু, নভশ্চরকে কী বললেন মোদী?
PM Modi: এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান ভারতীয় এই নভশ্চর। শুভাংশুর পরনে ছিল ইসরোর মহাকাশচারীর জ্যাকেট। তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা পৃথিবীর ছবি মোদীকে দেখান শুভাংশু।

নয়াদিল্লি: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মাসেক খানেক আগে পৃথিবীতে ফিরেছেন। তবে ভারতের মাটিতে পা রেখেছেন গতকাল। আর সোমবার প্রধানমন্ত্রীর লোককল্য়াণ মার্গের বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন নভশ্চর শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁর অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে শোনান শুভাংশু।
দ্বিতীয় ভারতীয় হিসেবে গত ২৫ জুন ফ্লোরিডা থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু। ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন। গত ১৫ জুলাই পৃথিবীর মাটিতে পা রাখেন। পৃথিবীর মাটিতে পা রাখার পর গত এক মাস আমেরিকায় ছিলেন তিনি। রবিবার ভোরে ভারতে ফেরেন। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান ভারতীয় এই নভশ্চর। শুভাংশুর পরনে ছিল ইসরোর মহাকাশচারীর জ্যাকেট। তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা পৃথিবীর ছবি মোদীকে দেখান শুভাংশু।
#WATCH | Group Captain Shubhanshu Shukla, who was the pilot of Axiom-4 Space Mission to the International Space Station (ISS), meets Prime Minister Narendra Modi. pic.twitter.com/0uvclu9V2b
— ANI (@ANI) August 18, 2025
শুভাংশু শুক্লার সঙ্গে সাক্ষাতের পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “শুভাংশু শুক্লার সঙ্গে দারুণ আলাপচারিতা হল। মহাকাশে তাঁর অভিজ্ঞতা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের গগনযান অভিযান নিয়েও কথা হয়েছে। তাঁর সাফল্যে ভারত গর্বিত।” স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণেও শুভাংশু ঐতিহাসিক এই সফরের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী।

