AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Menu: ভারতীয় বায়ুসেনার খাবারে ‘রাওয়ালপিন্ডি চিকেন’, সরগোদা ডাল মাখানি’! মেনুকার্ড দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

IAF Menu: মেনুর শুরুতেই রয়েছে 'রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশলা', একেবারে শেষে 'মুরিদকে মিষ্টি পান'। এটা গতকাল, ৮ অক্টোবরের মেনুকার্ড। সেই থেকে ভাইরাল মেনুকার্ডের ছবিটি। কারণ, অপারেশন সিঁদুর-এ পাকিস্তানকে নাস্তানাবুদ করার পর এবার সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছে ভারতের বায়ুসেনা।

Viral Menu: ভারতীয় বায়ুসেনার খাবারে 'রাওয়ালপিন্ডি চিকেন', সরগোদা ডাল মাখানি'! মেনুকার্ড দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা
ভাইরাল মেনু।Image Credit: X
| Edited By: | Updated on: Oct 09, 2025 | 3:57 PM
Share

নয়া দিল্লি: উপলক্ষ্য ভারতীয় বায়ুসেনার ৯৩-তম প্রতিষ্ঠা দিবস। আর এই বিশেষ দিনটিতে বায়ুসেনার নৈশভোজের মেনুকার্ড এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মেনুকার্ডের শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানকে ‘কটাক্ষ’ করা হয়েছে। কটাক্ষ শব্দটাও এখানে কম, কার্যত পাক সেনা ও সরকারকে ‘ট্রোল’ করেছে ভারতের সেনা। এযাবৎকালে ভারতের বায়ুসেনা এহেন ট্রোলিং আর কাউকে করেছে বলে মনে করতে পারছেন না বর্ষীয়ান সেনাকর্তারা।

মেনুর শুরুতেই রয়েছে ‘রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশলা’, একেবারে শেষে ‘মুরিদকে মিষ্টি পান’। এটা গতকাল, ৮ অক্টোবরের মেনুকার্ড। সেই থেকে ভাইরাল মেনুকার্ডের ছবিটি। কারণ, অপারেশন সিঁদুর-এ পাকিস্তানকে নাস্তানাবুদ করার পর এবার সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছে ভারতের বায়ুসেনা।

কারণটা মেনুতে চোখ রাখলেই বুঝতে পারবেন। মেনুতে সেই সব জায়গার নামের সঙ্গে ভারতীয় খাবারের নাম জুড়ে দেওয়া হয়েছে, যেগুলি ভারতের সেনা পহেলগাঁও হামলার প্রত্যাঘাতের সময় পাকিস্তানে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করে দিয়ে এসেছে। পাক সেনা বা সরকার তা স্বীকার না করলেও রীতিমতো স্যাটেলাইট ইমেজ দেখিয়ে বিদেশমন্ত্রক, দেশের সেনা প্রধান, বায়ুসেনা প্রধানরা সে সবের প্রমাণ দিয়েছেন। অন্যদিকে, পাকিস্তান যে বারবার ভারতের যুদ্ধবিমান ধ্বংসের দাবি করছে, তার স্বপক্ষে একটাও প্রমাণ দেখাতে পারেনি। বরং প্রমাণ দেখাতে গিয়ে ‘সোশ্যাল মিডিয়ায় দেখে নিন’ বলেও চূড়ান্ত হাস্যস্পদ হয়েছেন পাক মন্ত্রী, সেনাকর্তারা।

পাকিস্তানের সেই সব আজগুবি দাবিকে আগেই উড়িয়েছে দিয়েছেন ভারতের সেনাপ্রধান, বায়ুসেনা প্রধানরা। আর এবার বায়ুসেনার বিশেষ দিনটিতে মেনুকার্ডেও পাকিস্তানকে নিয়ে চূড়ান্ত মশকরা করল সেনা। মেনুতে খাবারের নামগুলো দেখুন- ‘রাফিকি রারা মটন’, ‘ভোলারি পনির মালাই’, ‘সারগোদা ডাল মাখানি’, ‘জাকোদাবাদ মেওয়া পোলাও’, ‘ভাওয়ালপুর নান’।

অপারেশন সিঁদুর-এ পাক সেনার গুরুত্বপূর্ণ বায়ুঘাঁটি নূর খান এয়ারবাস বা জাকোবাবাদ এয়ারবাস ব্রহ্মস দেগে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ক্ষতিগ্রস্ত হয়েছে রাফিকি এয়ারবাস, মুরিদ এয়ারবেসের। সুক্কুর বা শিয়ালকোট ঘাঁটিরও লঞ্চপ্যাড, পরিকাঠামোয় আঘাত হেনেছে বায়ুসেনা। এখন সেই ক্ষত মেরামতিতে ব্যস্ত পাক সেনা। কিন্তু এবার পাক সেনার ইমেজের যে ক্ষতি ভারতের সেনা করল, সেটা কীভাবে মেটাবে পাকিস্তানের নির্লজ্জ সেনা?