AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Drug Siezed: খাবারের প্যাকেটে ‘মিয়াও মিয়াও’! এক সপ্তাহে উদ্ধার ৩৭০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক

দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে পুণে পুলিশ গত কয়েক দিনে ৩ হাজার ৭০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক মেফেড্রোন উদ্ধার করেছে। বুধবার পুণে এবং দিল্লিতে অভিযান চালিয়ে ১ হাজার ১০০ কিলোগ্রাম মাদক উদ্ধার করেছিল পুলিশ। যার বাজার মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা। দিল্লির হজ খাস এলাকার একটি গুদামে বিপুল পরিমাণ মাদক মজুত ছিল।

Drug Siezed: খাবারের প্যাকেটে ‘মিয়াও মিয়াও’! এক সপ্তাহে উদ্ধার ৩৭০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক
উদ্ধার নিষিদ্ধ মাদকImage Credit: PTI
| Updated on: Feb 22, 2024 | 1:12 PM
Share

পুণে: বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করল পুলিশ। মহারাষ্ট্রের সাংলি জেলায় ৩০০ কোটি টাকা মূল্যের মেফেড্রোন মাদক উদ্ধার করেছে পুলিশ। মিয়াও মিয়াও নামেও জনপ্রিয় এই মাদক। কুপওয়ার এলাকা থেকে ১৪০ কিলোগ্রাম এই মাদক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই চক্রে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবারই ঘটনার কথা জানানো হয়েছে। পুণের আশপাশের এই এলাকা থেকে গত কয়েক দিনে ধারাবাহিরক ভাবে মাদক উদ্ধার করেছে পুলিশ। আন্তর্জাতিক চক্র এর পিছনে সক্রিয় রয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে পুণে পুলিশ গত কয়েক দিনে ৩ হাজার ৭০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক মেফেড্রোন উদ্ধার করেছে। বুধবার পুণে এবং দিল্লিতে অভিযান চালিয়ে ১ হাজার ১০০ কিলোগ্রাম মাদক উদ্ধার করেছিল পুলিশ। যার বাজার মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা। দিল্লির হজ খাস এলাকার একটি গুদামে বিপুল পরিমাণ মাদক মজুত ছিল। পুণের কুরকুম্ভ এলাকার বিভিন্ন গুদামেও এই বিপুল পরিমাণ মাদক মজুত করেছিল পাচারপাকীরা।

মিয়াও মিয়াও মাদক উদ্ধারে আন্তর্জাতিক চক্রের খোঁজ পেয়েছে পুলিশ। খাবারের প্যাকেটে ভরে তা লন্ডনে জাহাজের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। এই মাদক উদ্ধারের পিছনে জঙ্গিযোগ এবং জঙ্গিদের ফান্ড সংক্রান্ত কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করে দেখছে পুলিশ।