AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hidden Camera: বেডরুমে লাগানো থাকত ক্যামেরা, রোজ নিত্যনতুন ক্লায়েন্টের সঙ্গে স্ত্রীকে শুতে বাধ্য করায় স্বামী!

Blackmail:  এফআইআর অনুযায়ী, ওই মহিলার স্বামী বেডরুমে গোপন ক্যামেরা বসিয়ে রেখেছিলেন। তাদের ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করতেন গোপনে। পরে সেই ভিডিয়ো দেখিয়েই ব্ল্যাকমেইল শুরু করেন। এমনকী বিদেশে থাকা নিজের বন্ধুবান্ধবদের কাছেও সেই ভিডিয়ো পাঠিয়েছিলেন।

Hidden Camera: বেডরুমে লাগানো থাকত ক্যামেরা, রোজ নিত্যনতুন ক্লায়েন্টের সঙ্গে স্ত্রীকে শুতে বাধ্য করায় স্বামী!
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Oct 03, 2025 | 3:51 PM
Share

বেঙ্গালুরু: স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর। বেডরুমে নাকি গোপনে ক্য়ামেরা লাগিয়ে রেখেছেন স্বামী। লুকিয়ে রেকর্ড করেন তাদের গোপন মুহূর্ত। পরে সেই ভিডিয়ো দেখিয়ে স্ত্রীকে ব্ল্যাকমেইল করতেন। দিনের পর দিন এই নির্যাতন সহ্য করতে না পেরেই পুলিশে অভিযোগ জানান স্ত্রী।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। পুত্তেনাহালি পুলিশ স্টেশনে এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। স্বামীর সঙ্গে আরও তিনজনের নামও উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হেনস্থা ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ওই মহিলা।

এফআইআর অনুযায়ী, ওই মহিলার স্বামী বেডরুমে গোপন ক্যামেরা বসিয়ে রেখেছিলেন। তাদের ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করতেন গোপনে। পরে সেই ভিডিয়ো দেখিয়েই ব্ল্যাকমেইল শুরু করেন। এমনকী বিদেশে থাকা নিজের বন্ধুবান্ধবদের কাছেও সেই ভিডিয়ো পাঠিয়েছিলেন। স্ত্রীকে ব্ল্যাকমেইল করতেন যে অনলাইনে সেই ভিডিয়ো ভাইরাল করে দেবেন। ওই ভিডিয়োয় ব্ল্যাকমেইল করে বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেও বাধ্য করিয়েছেন।

মহিলার আরও অভিযোগ, অভিযুক্ত বিয়ে করার আগে তাঁকে কখনও জানায়নি যে সে আগে থেকেই বিবাহিত ছিল। বিয়ের পর তাঁর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করা হত। মহিলার বয়ানের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করেছে এবং স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।