AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Assembly Election 2025: ছট পুজোর পরই বিহারে বিধানসভা নির্বাচন, কত দফায় হবে?

Bihar Assembly Election 2025: সূত্র মারফত জানা গিয়েছে, উৎসবের মরশুম শেষ হলেই বিহারে ভোট হবে। আগামী ২৮ অক্টোবর ছট পুজো। এরপরই বিহারের বিধানসভা নির্বাচন হতে পারে। আগামী ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে বিহারের নির্বাচন হওয়ার সম্ভাবনা। 

Bihar Assembly Election 2025: ছট পুজোর পরই বিহারে বিধানসভা নির্বাচন, কত দফায় হবে?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Sep 22, 2025 | 2:11 PM
Share

পটনা: ছট পুজোর পরই হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election 2025)। সূত্রের খবর, বিহারের নির্বাচন তিন দফায় হতে চলেছে। আগামী সপ্তাহেই বিহার পরিদর্শনে যাবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে।

সূত্র মারফত জানা গিয়েছে, উৎসবের মরশুম শেষ হলেই বিহারে ভোট হবে। আগামী ২৮ অক্টোবর ছট পুজো। এরপরই বিহারের বিধানসভা নির্বাচন হতে পারে। আগামী ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে বিহারের নির্বাচন হওয়ার সম্ভাবনা।

বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। তার আগেই নির্বাচন করতে হবে। বিহারে ভোটের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা দেখতে রাজ্য সফরে যাবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকাও খতিয়ে দেখবেন তিনি।

আগামী ৩০ সেপ্টেম্বর এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। খসড়া ভোটার তালিকায় ৬৫ লাখ ভোটারের নাম বাদ গিয়েছিল। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। সুপ্রিম কোর্টেও মামলা চলছে। শেষ শুনানিতে শীর্ষ আদালত বলেছিল যে এসআইআর প্রক্রিয়ায় কোনও গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে, চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলেও গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে।

এর আগে ২০১৫ সালে ৫ দফায় বিহারে বিধানসভা নির্বাচন হয়েছিল। ৩ দফায় নির্বাচন হয়েছিল ২০২০ সালে।