AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেমিকাকে বিয়ে করতে দিচ্ছিল না, দ্বিতীয় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে, গ্যাসে পুড়িয়ে মারল স্বামী!

Crime: মেয়ের ফোন পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আগুনে পুড়ে মৃত্যু হয় সুনীতার। তাঁর মা-বাবা দেখেন, বিকাশ ও তাঁর পরিবার সুনীতাকে মাটিতে কবর দেওয়ার চেষ্টা করছে। তাদের আসতে দেখেই পালিয়ে যান তারা। 

প্রেমিকাকে বিয়ে করতে দিচ্ছিল না, দ্বিতীয় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে, গ্যাসে পুড়িয়ে মারল স্বামী!
নিহত যুবতী।Image Credit: X
| Updated on: Oct 12, 2025 | 6:37 AM
Share

পটনা: একটা প্রস্তাব দিয়েছিলেন, শুনেই তীব্র আপত্তি জানিয়েছিল স্ত্রী। প্রত্যাখাত হওয়ার পর মাথায় রাগ এমন চড়ে গেল যে নৃশংসভাবে পুড়িয়ে মেরে ফেললেন স্ত্রীকে। কী ছিল সেই প্রস্তাব? স্বামীর প্রেমিকা রয়েছে। তাঁকেও বিয়ে করে ঘরে আনতে চান। স্বামীর মুখে এ কথা শুনেই তীব্র আপত্তি জানিয়েছিলেন দ্বিতীয় স্ত্রী। আর তাতেই এই পরিণতি।

ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলায়। অভিযুক্তের নাম বিকাশ কুমার। পাঁচ বছর আগে সুনীতা দেবী (২৫)-র সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর জানতে পারেন যে বিকাশের আগেও একটা বিয়ে রয়েছে। প্রথম স্ত্রীকে ডিভোর্সও দেয়নি।  সেই সময়ই বিয়ে ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিলেন সুনীতা, কিন্তু বিকাশের পরিবার তাঁকে বুঝিয়ে আটকে দেয়। বিকাশের সঙ্গেই থেকে যান সুনীতা। তাঁদের দুটি সন্তানও হয়, কিন্তু কেউই বাঁচেনি।

এদিকে, কয়েক বছর পর থেকেই বিকাশ পরকীয়া শুরু করে। প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তাঁকে বিয়েও করতে চায়। স্ত্রীকে এই বিষয়ে জানাতেই তুমুল অশান্তি হয়। বাড়ি ছেড়ে চলে যান সুনীতা। দুর্গাপুজোর ঠিক আগে, বিকাশ কুমার সুনীতার বাপের বাড়িতে গিয়ে তাঁকে অনুরোধ করে যে সে যেন বাড়ি ফিরে আসে। এই ভুল আর হবে না। বাড়ি ফিরে আসেন সুনীতা।

গত শনিবার (১১ অক্টোবর) সুনীতার ভাইয়ের কাছে রাত একটা নাগাদ ফোন আসে। সুনীতা কাঁপা কাঁপা গলায় জানায় যে তাঁর স্বামী গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে। রান্নার গ্যাসের সিলিন্ডার খুলে ঘরে গ্যাস ছেড়ে আগুন ধরিয়ে দিয়েছে। পরিবারের সদস্যদের সুনীতা জানায় যে সে আর বাঁচবে না। এরপরই তাঁর ফোন সুইচ অফ হয়ে যায়।

মেয়ের ফোন পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আগুনে পুড়ে মৃত্যু হয় সুনীতার। তাঁর মা-বাবা দেখেন, বিকাশ ও তাঁর পরিবার সুনীতাকে মাটিতে কবর দেওয়ার চেষ্টা করছে। তাদের আসতে দেখেই পালিয়ে যান তারা।

পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। ময়নাতদন্তের পর যুবতীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত ও তাঁর পরিবার পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।