AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tripura BJP: আগরতলায় তৃণমূলের সদর দফতর ভেঙে দেওয়ার অভিযোগ, খবর পেয়ে কালই যাচ্ছেন কুণাল-সায়নীরা

স্থানীয় সূত্রে খবর, নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তখনই একাংশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ ওঠে। এ দিকে, এই ঘটনার খবর কানে যেতেই আগামিকাল আগরতলায় যাচ্ছে তৃণমূলের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

Tripura BJP: আগরতলায় তৃণমূলের সদর দফতর ভেঙে দেওয়ার অভিযোগ, খবর পেয়ে কালই যাচ্ছেন কুণাল-সায়নীরা
ত্রিপুরায় তৃণমূল কার্যালয় ভাঙচুর Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 07, 2025 | 9:48 PM
Share

আগরতলা: উত্তরবঙ্গে যেতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত হয়েছেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি সেই সময় আবার ত্রিপুরার আগরতলায় তৃণমূলের সদর দফতরে শাসক বিজেপির বিরুদ্ধে উঠল হামলার অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তখনই একাংশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ ওঠে। এ দিকে, এই ঘটনার খবর কানে যেতেই আগামিকাল আগরতলায় যাচ্ছে তৃণমূলের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। সংশ্লিষ্ট প্রতিনিধি দলে থাকছেন প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, সুস্মিতা দেব ও সুদীপ রাহারা।

নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে তীব্র বৃষ্টিপাত হয়। এর জেরে একেবারে বিপর্যস্ত অবস্থা হয় সেখানকার একাধিক জেলার। একের পর এক মানুষের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। রাস্তাঘাট ভেঙে ছুড়ে একশা হয়েছে যেমন, কোথাও কোথাও একাধিক গ্রাম নিঃশেষ হয়ে গিয়েছে। কোথাও আবার বন্ধ হয়েছে সব রকম যোগাযোগ। যে সমস্ত পর্যটকরা এসেছিলেন তাঁদের মধ্যে অনেকেই আটকে পড়েছিলেন সেখানে। এই পরিস্থিতির পরের দিন অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল সেখানে। ওই দিনই আবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু পৌঁছন সেখানে। তবে নাগরাকাটার কাছে যেতেই আচকাই দুষ্কৃতী হামলা হয়। এর খানিক পর শঙ্কর ঘোষ একটি ভিডিয়ো সামনে আনেন। যেখানে দেখা যায়, খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছেন। রক্তে তাঁর পাঞ্জাবী ভিজে গিয়েছে। ভেঙেছে পুরো কাচ। হামলার মুখে পড়ে যখন কোনও ক্রমে বেরিয়ে যাচ্ছিলেন সাংসদ ও বিধায়ক, ঠিক সেই সময় তাঁদের পিছন দিক থেকে দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। এমনকী শঙ্কর ঘোষকে জুতো ছোড়া হয় বলেও খবর। এরই প্রতিবাদে এ রাজ্য তো বটেই বিজেপি শাসিত ত্রিপুরাতেও বিক্ষোভ হয়। আর এবার সেখানেই উঠে এল হামলার খবর।