Rahul Gandhi: ‘বিজেপি মিথ্যে ছড়াচ্ছে’, শিখদের পাগড়ি নিয়ে মন্তব্যে ‘সাফাই’ রাহুলের

Rahul Gandhi: শনিবার এক্স হ্যান্ডলে ১০ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে তিনি লেখেন, "আমেরিকায় আমার মন্তব্য নিয়ে বিজেপি মিথ্যে ছড়াচ্ছে। ভারত ও বিদেশে বসবাসকারী সমস্ত শিখ ভাইবোনদের আমি জিজ্ঞাসা করতে চাই, আমি যা বলেছি, তাতে কি কোনও ভুল রয়েছে?"

Rahul Gandhi: 'বিজেপি মিথ্যে ছড়াচ্ছে', শিখদের পাগড়ি নিয়ে মন্তব্যে 'সাফাই' রাহুলের
রাহুল গান্ধী। ফোটো সৌজন্য-PTI
Follow Us:
| Updated on: Sep 21, 2024 | 6:32 PM

নয়াদিল্লি: শিখদের পাগড়ি নিয়ে আমেরিকায় করা তাঁর এক মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক। ছত্তীসগঢ়ে একের পর এক FIR দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। বিজেপি নেতৃত্ব ক্রমাগত আক্রমণ করে চলেছে। এই আবহে শিখদের পাগড়ি নিয়ে মন্তব্যে সাফাই দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করে বিজেপিকে আক্রমণ করলেন। বললেন, সত্যের মুখোমুখি হতে চাইছে না বিজেপি। তাই মিথ্যে ছড়াচ্ছে।

আমেরিকা সফরে গত ১০ সেপ্টেম্বর ভার্জিনিয়ায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাহুল। সেখানে ভারতে ধর্মপালনের স্বাধীনতার কথা বলতে গিয়ে শিখদের পাগড়ির প্রসঙ্গ টানেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা বলেন, “শিখদের পাগড়ির পরার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে লড়াই চলছে। একজন শিখকে কাড়া পরতে দেওয়া হবে কি না, তাঁকে গুরুদ্বারে যেতে দেওয়া হবে কি না, তা নিয়ে লড়াই চলছে। এটা শুধু শিখদের জন্য নয়। এটা সব ধর্মের জন্য।”

রাহুলের এই মন্তব্যের তীব্র নিন্দা করে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীও রাহুলের মন্তব্যের সমালোচনা করেন। আবার শিখদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে ছত্তীসগঢ়ে রাহুলের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়েছে।

এই পরিস্থিতিতে নিজের ওই মন্তব্য নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। শনিবার এক্স হ্যান্ডলে ১০ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে তিনি লেখেন, “আমেরিকায় আমার মন্তব্য নিয়ে বিজেপি মিথ্যে ছড়াচ্ছে। ভারত ও বিদেশে বসবাসকারী সমস্ত শিখ ভাইবোনদের আমি জিজ্ঞাসা করতে চাই, আমি যা বলেছি, তাতে কি কোনও ভুল রয়েছে? প্রত্যেক শিখ ও ভারতীয় নাগরিক বিনা ভয়ে নিজের ধর্ম পালন করতে পারবেন, ভারতের কি এমন দেশ হওয়া উচিত নয়?” বিজেপিকে আক্রমণ করে বলেন, কেন্দ্রের শাসকদল তাঁকে চুপ করাতে চাইছে। কেন না, তারা সত্যের মুখোমুখি হতে চাইছে না।