PM Narendra Modi: ঈশ্বরের আশীর্বাদে মোদীর মতো একজন মহান নেতা পেয়েছে দেশ: কাঞ্চির শঙ্করাচার্য

Oct 20, 2024 | 9:31 PM

PM Narendra Modi: দেশের সাধারণ মানুষের সমস্যা নরেন্দ্র মোদী বুঝতে পারেন বলে কাঞ্চির শঙ্করাচার্য মন্তব্য করেন। তিনি বলেন, সেজন্যই সেই সমস্যাগুলি দূরীকরণের চেষ্টা করেন প্রধানমন্ত্রী। করোনার সময়ে কেন্দ্রের পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। দেশের কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে, সেজন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু করে কেন্দ্র।

PM Narendra Modi: ঈশ্বরের আশীর্বাদে মোদীর মতো একজন মহান নেতা পেয়েছে দেশ: কাঞ্চির শঙ্করাচার্য
বারাণসীতে কাঞ্চির শঙ্করাচার্য ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit source: PTI

Follow Us

বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ কাঞ্চির শঙ্করাচার্য। ঈশ্বরের আশীর্বাদে মোদীর মতো একজন ভাল নেতাকে দেশ পেয়েছে বলে মন্তব্য করলেন শঙ্করাচার্য শঙ্করা বিজয়েন্দ্র সরস্বতী স্বামীগল। তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদীর মাধ্যমে ঈশ্বর ভাল ভাল কাজ করিয়ে নিচ্ছেন। দেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রী মোদীর অবদান অনস্বীকার্য বললেন কাঞ্চি কামাকোটি পীঠমের শঙ্করাচার্য।

রবিবার বারাণসীতে একটি চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চির শঙ্করাচার্য। সেখানেই তিনি প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। ২০১৪ সাল থেকে বিজেপি নেতৃত্বাধীন NDA কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। এনডিএ-র নতুন অর্থ বললেন কাঞ্চির শঙ্করাচার্য। তাঁর মতে, এনডিএ মানে নরেন্দ্র দামোদরদাসের অনুশাসন। তিনি বলেন, এনডিএ হল সুশাসনের একটা মডেল, যা দেশের মানুষের সুরক্ষা, সুবিধার দিকে নজর দিয়েছে।

দেশের সাধারণ মানুষের সমস্যা মোদী বুঝতে পারেন বলে শঙ্করাচার্য মন্তব্য করেন। তিনি বলেন, সেজন্যই সেই সমস্যাগুলি দূরীকরণের চেষ্টা করেন প্রধানমন্ত্রী। করোনার সময়ে কেন্দ্রের পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। দেশের কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে, সেজন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু করে কেন্দ্র।

এই খবরটিও পড়ুন

কাঞ্চির শঙ্করাচার্য বলেন, বিশ্বজুড়ে সুশাসনের রোল মডেল এনডিএ সরকার। যা অন্য দেশ অনুকরণ করতে পারে। দেশে পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি সংস্কৃতিকে তুলে ধরতে মোদী সরকার যে প্রয়াস করছে, তারও প্রশংসা করেন কাঞ্চির শঙ্করাচার্য।

Next Article