AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF New Uniform: ভোল বদলাচ্ছে BSF! সীমান্তে শত্রুদের নিকেশ করবে ‘অদৃশ্য’ হয়ে

নতুন পোশাকে এবার অপ্রতিরোধ্য হবে বিএসএফ। জঙ্গিদের বাঁচা এখন অসম্ভব। ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন বাহিনীর গায়ে নতুন ডিজিটাল ক্যামাফ্লাজ ইউনিফর্ম।

BSF New Uniform: ভোল বদলাচ্ছে BSF! সীমান্তে শত্রুদের নিকেশ করবে 'অদৃশ্য' হয়ে
| Edited By: | Updated on: May 30, 2025 | 1:40 PM
Share

ভোল বদলে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর। দ্রুতই বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) গায়ে উঠবে নয়া ডিজিটাল ক্যামাফ্লাজ প্যাটার্নের ইউনিফর্ম। নয়া পোশাক এতটাই এক্সক্লুসিভ হবে, যে এর নকল করা প্রায় অসম্ভব। একদিকে ভারত-পাকিস্তান সীমান্তে শত্রুদের চোখে ধুলো দিয়ে জঙ্গল এলাকায় গাছের রঙের সঙ্গে মিশে প্রায় ‘অদৃশ্য’ থাকা এবং দুশমনরা যাতে বিএসএফের পোশাককে ভবিষ্যতে নকল করতে না পারে- এই দুই উদ্দেশ্যেই কেন্দ্রের এই নয়া ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত।

পহলগাঁও হামলা ও তার আগেও বহুবার দেখা গেছে, জঙ্গিরা অনেকসময় বিএসএফ-এর নকল পোশাক পরে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে কাজ হাসিল করে। এমনকী বেশ কিছু ট্যুরিস্ট স্পটেও দেখা যায় প্রকাশ্যেই বিএসএফ-এর মতো দেখতে ইউনিফর্মের নকল কপি বিক্রি হচ্ছে। ব্যতিক্রম নয় শহর কলকাতার ধর্মতলার বাজারও। সেই প্রবণতাকে রুখতেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এমন এক পোশাক বিএসএফ-এর জন্য আনল, যাতে ডিজিটাল প্রিন্টের জটিল পিক্সেল ও বহু রঙ ব্যবহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, নতুন পোশাকের নকল করা দুঃসাধ্য। কারণ এতে এমন ফ্যাব্রিক, রঙ, ডিজিটাল প্রিন্ট ও গোপন কারিকুরি ব্যবহার করা হয়েছে যা জানা জঙ্গিদের পক্ষে অসম্ভব।

ইতিমধ্যেই সীমান্তরক্ষী বাহিনীর প্রায় ১২ লক্ষ জওয়ানদের জন্য নতুন কমব্যাট ইউনিফর্ম বিলি শুরু হয়েছে। এই পোশাকটি বিশেষভাবে বানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT)। নতুন এই পোশাক আগের চেয়ে হালকা, সবুজ ও অলিভ রঙের ব্যবহার চোখে পড়ার মতো। সব আবহাওয়ার সঙ্গে জওয়ানদের মানিয়ে নিতে যাতে সুবিধা হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে। সেনা এই নতুন পোশাকের কপিরাইট নিয়ে রেখেছে। সেনার ক্যান্টিন ছাড়া অন্য কোথাও এই পোশাক পাওয়া যাবে না। কোনও সংস্থা যদি বিএসএফ-এর এই পোশাকের মতো দেখতে পোশাক বিক্রির চেষ্টা করে, তাহলে সেনা তার বিরুদ্ধে মামলা করবে বলে জানানো হয়েছে।