Joshimath: ফের রোষানলে দেবভূমি, জোশীমঠে চোখের নিমেষে ধুলো দ্বিতল বাড়ি, নিখোঁজ একাধিক শ্রমিক

building Collapsed: মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের হেলাঙ্গ গ্রামে একটি বাড়ি ভেঙে পড়ে। বদ্রীনাথ হাইওয়ের পাশে অবস্থিত ওই গ্রামের একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে ৮ থেকে ১০ জন উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে।

Joshimath: ফের রোষানলে দেবভূমি, জোশীমঠে চোখের নিমেষে ধুলো দ্বিতল বাড়ি, নিখোঁজ একাধিক শ্রমিক
চলছে উদ্ধারকাজ।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 8:52 AM

জোশীমঠ: হিমাচলের পর বিপদের খাড়া উত্তরাখণ্ডেও (Uttarakhand)। আবারও বিপত্তি জোশীমঠে (Joshimath)। ভারী বৃষ্টিতে ধস নামছে একাধিক জায়গায়। মঙ্গলবার রাতে ধস নামল জোশিমঠে। ভেঙে পড়ল একটি বাড়ি (Building Collapsed)। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্য়েই ভেঙে পড়া বাড়ির নীচ থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের হেলাঙ্গ গ্রামে একটি বাড়ি ভেঙে পড়ে। বদ্রীনাথ হাইওয়ের পাশে অবস্থিত ওই গ্রামের একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে ৮ থেকে ১০ জন উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে। এদের মধ্য়ে ধ্বংসস্তূপের নীচ থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভিতরে এখনও আরও কয়েকজন আটকে রয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জানা গিয়েছে, অলকানন্দা নদীর পাড়ে পাহাড় কাটার কাজ চলছিল। সেখানের শ্রমিকেরাই বিশ্রাম নেওয়ার জন্য ওই বাড়িটিতে গিয়েছিলেন। তখনই বিপত্তি ঘটে। কমপক্ষে চারজন শ্রমিক এখনও ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশাসনের তরফে এখনও মৃত ও নিখোঁজের সংখ্যা জানানো হয়নি।

প্রসঙ্গত, লাগাতার পাহাড় কেটে রাস্তা বানানো ও অবাধ নির্মাণকাজের জেরে গত বছরই জোশীমঠে ধস নামে। শতাধিক বাড়ি-হোটেলে ফাটল ধরে। ভেঙে যায় বহু রাস্তাও। বিজ্ঞানী-গবেষকরা জোশীমঠের সম্পূর্ণ ধসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন। প্রশাসনের তরফেও জোশীমঠের একাধিক এলাকাকে অবসবাসযোগ্য বলে ঘোষণা করা হয়। নির্মাণকাজেও নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু চলতি বর্ষার মরশুমে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফের একবার বিপদের খাঁড়া ঝুলছে জোশীমঠের ঘাড়ে।