AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০০০ কিমি পাল্লা! শত্রুরা ঘাপটি মেরেও পার পাবে না, নজির গড়ে ট্রেন থেকে উৎক্ষেপণ হল অগ্নি প্রাইম মিসাইল

Intermediate Range Agni-Prime Missile: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ দিন সফল অগ্নি-প্রাইম মিসাইল উৎক্ষেপণের কথা জানান। এই মিসাইলের পাল্লা ২ হাজার কিলোমিটার। ডিআরডিও ওড়িশার চাঁদিপুর থেকে একটি রেল মোবাইল লঞ্চার থেকে এটি উৎক্ষেপণ করেছে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার বার্তাকেই আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।

২০০০ কিমি পাল্লা! শত্রুরা ঘাপটি মেরেও পার পাবে না, নজির গড়ে ট্রেন থেকে উৎক্ষেপণ হল অগ্নি প্রাইম মিসাইল
অগ্নি প্রাইম মিসাইল।Image Credit: X
| Updated on: Sep 25, 2025 | 11:51 AM
Share

নয়া দিল্লি: শত্রুরা ভয়ে থরহরিকম্প। সামরিক ক্ষেত্রে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ভারত। এবার ভারতের মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। আজ, বৃহস্পতিবার মাঝারি পাল্লার অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ করল। রেল থেকে মোবাইল লঞ্চার সিস্টেমে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ দিন সফল অগ্নি-প্রাইম মিসাইল উৎক্ষেপণের কথা জানান। এই মিসাইলের পাল্লা ২ হাজার কিলোমিটার। ডিআরডিও ওড়িশার চাঁদিপুর থেকে একটি রেল মোবাইল লঞ্চার থেকে এটি উৎক্ষেপণ করেছে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার বার্তাকেই আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। এই মিসাইল দুই ধরনের জ্বালানি ব্যবহার করে। এই মিসাইলের আরেকটি বিশেষত্ব হল যেকোনও স্থান থেকে নিক্ষেপ করা সম্ভব। অত্যাধুনিক ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম রয়েছে এই মিসাইলে, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। এই মিসাইল অগ্নি-১ এবং অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের তুলনায় হালকা, আরও আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সফল পরীক্ষার জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন, এই ধরনের প্রথম লঞ্চ সিস্টেম, বিশেষভাবে ডিজাইন করা রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছে এবং এটি সকল ধরনের রেল নেটওয়ার্কে পরিচালনা করতে সক্ষম। এই পরীক্ষা ভারতকে রেল নেটওয়ার্ক থেকে মোবাইল ক্যানিস্টারাইজড লঞ্চিং সিস্টেমের অধিকারী দেশগুলির মধ্যে স্থান দিয়েছে।