Parliament Winter Session: শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক আজ, কোন ইস্যুকে হাতিয়ার করবে বিরোধীরা?
Parliament Update: আজ, রবিবার সকাল ১১টায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু লোকসভা ও রাজ্যসভার সমস্ত দলের দলনেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। সর্বদল বৈঠকের পর আজ বিকেলে বিষয় উপদেষ্টা কমিটির বৈঠক রয়েছে। ওই বৈঠকেও যোগ দেবেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

নয়া দিল্লি: শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামিকাল, ১ ডিসেম্বর থেকে শুরু হবে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শীতকালীন অধিবেশন শুরুর আগেই আজ সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে, আজ, রবিবার সকাল ১১টায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু লোকসভা ও রাজ্যসভার সমস্ত দলের দলনেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। সর্বদল বৈঠকের পর আজ বিকেলে বিষয় উপদেষ্টা কমিটির বৈঠক রয়েছে। ওই বৈঠকেও যোগ দেবেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
#WATCH | Delhi: Union Ministers Rajnath Singh, Kiren Rijiju, Arjun Ram Meghwal, JP Nadda and others arrive for the all-party meeting, ahead of the winter session of Parliament
The Winter Session of Parliament will begin from 1st December and will continue till 19th December pic.twitter.com/vWWZxb08cJ
— ANI (@ANI) November 30, 2025
এই বৈঠকের মূল লক্ষ্য হল অধিবেশন চলাকালীন রাজনৈতিক সমন্বয় বাড়ানো এবং অচলাবস্থা এড়ানো। সূত্রের খবর, বিরোধীদের বিভিন্ন দাবি-দাওয়া ও সম্ভাব্য আপত্তি নিয়েও আজ আলোচনা হবে।
শোনা যাচ্ছে, এবারের শীতকালীন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল সংসদে পেশ করা হতে পারে। তালিকায় আছে আণবিক শক্তি বিল ২০২৫, বিমা আইন সংশোধনী বিল, উচ্চশিক্ষা কমিশন বিল ২০২৫ এবং জাতীয় সড়ক আইন সংশোধনী বিল।
অন্যদিকে, বিরোধীদের এবারের হাতিয়ার হতে চলেছে এসআইআর। সংসদে একজোট হয়ে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাতে চলেছে বিরোধীরা। বিজেপি সূত্রে খবর, এই দাবি মানতে আপাতত নারাজ সরকার।
মোট ১৯ দিনের অধিবেশনে ১৫টি কর্মদিবস রয়েছে। এর মধ্যে বিরোধীরা কী কী ইস্যুতে সুর চড়ায় এবং কেন্দ্রই বা কী অবস্থান নেয়, তার দিকেই নজর সকলের।
