‘সুন্দর মুখ কেন ঢেকে রাখো’, বোরখা পরিহিত মহিলাকে হেনস্থার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে

জানা গিয়েছে, ভ্যালেন্টাইন দিবসের দিন স্কুটি চুরি হয় ওই মহিলার। দুদিন পর তিনি বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন। কেন তিনি এত সুন্দর শরীর বোরখার আড়ালে লুকিয়ে রাখেন, সে প্রশ্ন তাঁকে হেড কনস্টেবল করেন বলে অভিযোগ। এই ধরনের কথা বলে তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠেছে।

‘সুন্দর মুখ কেন ঢেকে রাখো’, বোরখা পরিহিত মহিলাকে হেনস্থার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Feb 26, 2024 | 7:00 AM

চেন্নাই: বোরখা পরিহিত এক মহিলাকে হেনস্থার অভিযোগ উঠল পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে। এই অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন ওই হেড কনস্টেবল। বোরখা পরে কেন সুন্দর মুখ লুকিয়ে রেখেছেন, এ রকম কথাই ওই মহিলাকে কনস্টেবল বলেছেন বলে অভিযোগ। সম্প্রতি ওই মহিলার গাড়ি চুরি হয়েছিল। সেই সংক্রান্ত অভিযোগ জানাতেই থানায় গিয়েছিলেন তিনি। সে সময়ই তাঁকে হেনস্থামূলক কথা বলা হয় বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে।

জানা গিয়েছে, ভ্যালেন্টাইন দিবসের দিন স্কুটি চুরি হয় ওই মহিলার। দুদিন পর তিনি বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন। কেন তিনি এত সুন্দর শরীর বোরখার আড়ালে লুকিয়ে রাখেন, সে প্রশ্ন তাঁকে হেড কনস্টেবল করেন বলে অভিযোগ। এই ধরনের কথা বলে তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এরপরই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেন তিনি। তার পরই সাসপেন্ড হন অভিযুক্ত পুলিশকর্মী।

দিন কয়েক আগেই এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক পুলিশ সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। শারীরিক সম্পর্ক করে সেই সব অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করার অভিযোগ ওঠে। মহিলা কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এসআইকে গ্রেফতার করেছিল পুলিশ।