AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ganga River, Climate Change: গঙ্গা শুকিয়ে যাচ্ছে! কালপ্রিট আমরাই―কারণ জানেন?

Climate Change: কৃষি ও যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হচ্ছে গঙ্গা শুকিয়ে যাওয়ার জেরে। গঙ্গা বেসিন ভারতের জিডিপির এক বড় অংশ চালায়―তাই আজ কৃষি, মৎস্য, পর্যটন সবই ক্ষতিগ্রস্ত। গঙ্গার জল শুকানো মানে লক্ষ লক্ষ মানুষের জীবিকা ধ্বংসের মুখে। গবেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সাফ কথা, গঙ্গার জল ভাগাভাগির ট্রিটি সঠিক সময়ে ও সঠিক উপায়ে আপডেট না করলে সমস্যা বাড়বেই।

Ganga River, Climate Change: গঙ্গা শুকিয়ে যাচ্ছে! কালপ্রিট আমরাই―কারণ জানেন?
| Updated on: Nov 01, 2025 | 3:54 PM
Share

গঙ্গা আসলে নামেই একটি নদী, দীর্ঘপথ পেরিয়ে আসা এই জলস্রোত ভারতবর্ষের শক্তি। এমন এক শক্তি যে আমাদের সভ্যতা গড়ে তুলেছে, প্রাচীনকাল থেকে মানুষের আত্মাকে স্পর্শ করে এসেছে, এবং এখন নিজেই বিপদে। সাম্প্রতিক গবেষণা মোতাবেক, গত ১৩০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অবস্থায় পড়েছে আজকের গঙ্গা। কেন এমন অবস্থায় পড়ল আমাদের প্রিয় নদী? কেন শুকিয়ে যাচ্ছে সে? ইতিহাস বলছে, গাঙ্গেয় উপত্যকা ৬৫ কোটিরও বেশি মানুষের জীবনধারণের অঙ্গ। ভারতের সমগ্র স্বাদু জলের এক-চতুর্থাংশই আসে গঙ্গা থেকে। এইবার বলি বিপদের কথা। গত ৩০ বছরে, এর স্ট্রিম-ফ্লো অর্থাৎ জলের প্রবাহ এমনভাবে কমেছে যা প্রাকৃতিক চক্রকে ভেঙে দিয়েছে। প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসের গবেষণা অনুযায়ী, ১৬০০ শতাব্দীতে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন