AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: মিষ্টিও লাগছে ‘তেঁতো’! হরিয়ানার হার হজম করতে রাহুলকে বিখ্যাত জিলিপি পাঠাল বিজেপি

Haryana Assembly Election Results: সোমবার সকালে যখন গণনা শুরু হয়, তখন থেকেই খুশির হাওয়া বইছিল কংগ্রেস অফিসে। প্রথম দুই রাউন্ডের গণনার পরই মিষ্টিমুখ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বেলা গড়াতেই ফলও গেল বদলে। পাশা উলটে সেই বিজেপির ঝুলিতেই গেল হরিয়ানা।

Rahul Gandhi: মিষ্টিও লাগছে 'তেঁতো'! হরিয়ানার হার হজম করতে রাহুলকে বিখ্যাত জিলিপি পাঠাল বিজেপি
রাহুলকে জিলিপি পাঠাল কংগ্রেস।Image Credit: PTI
| Updated on: Oct 09, 2024 | 10:22 AM
Share

নয়া দিল্লি: হরিয়ানায় হাটট্রিক। তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি। সোমবার ফল প্রকাশের পরই আনন্দ-উচ্ছাসে ভাসছে বিজেপি। সেখানেই হার হজম করতে পারছে না কংগ্রেস। প্রাথমিক গণনায় এগিয়ে থাকার পরও কীভাবে শেষ মুহূর্তে খেলা বদলে গেল, তা নিয়ে সন্দিহান কংগ্রেস নেতৃত্ব। জাতীয় নির্বাচন কমিশনে এই নিয়ে চিঠিও দিয়েছে। এরই মধ্যে বিজেপির আরও খোঁচা। রাহুল গান্ধীর ঠিকানায় পাঠানো হল জিলিপি!

গতকাল, সোমবার সকালে যখন গণনা শুরু হয়, তখন থেকেই খুশির হাওয়া বইছিল কংগ্রেস অফিসে। প্রথম দুই রাউন্ডের গণনার পরই মিষ্টিমুখ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বেলা গড়াতেই ফলও গেল বদলে। পাশা উলটে সেই বিজেপির ঝুলিতেই গেল হরিয়ানা।

হঠাৎ এই ভোটের ফল পরিবর্তন মানতে নারাজ কংগ্রেস। গতকালই তারা নির্বাচন কমিশনের কাছে হরিয়ানার ভোট গণনা নিয়ে অভিযোগ জানায়।

এদিকে, হরিয়ানার জয় নিশ্চিত হতেই বিজেপির তরফে রাহুল গান্ধীর জন্য কংগ্রেসের সদর দফতরে জিলিপি পাঠানো হয় অনলাইনে। এক্স হ্যান্ডেলে সেই অর্ডারের ছবিও পোস্ট করা হয়। যদিও এই জিলিপি পাঠিয়ে রাহুলকে খোঁচাই দিয়েছে বিজেপি।

কেন জিলিপি পাঠাল বিজেপি?

হরিয়ানায় নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী বলেছিলেন যে কেন্দ্রের জিএসটি-র কোপে জিলিপি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সময়ই বিজেপি কটাক্ষ করে বলেছিল যে রাহুল গান্ধী জানেনই না কীভাবে জিলিপি তৈরি হয়। এবার ভোটের ফল প্রকাশ হতেই রাহুলের বাড়িতে জিলিপি পাঠাল বিজেপি।