Manmohan Singh: দেশের সম্পদে প্রথম অধিকার মুসলিমদের? কী বলেছিলেন মনমোহন সিং, ব্যাখ্যায় কংগ্রেস নেতা

Manmohan Singh: সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা রাশিদ আলভি বলেন, "তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সবসময় বলেছেন, যাঁরা সমাজের একদম শেষ লাইনে রয়েছেন, সম্পদের উপর তাঁদের প্রথম অধিকার। বাস্তব ক্ষেত্রে দেখলে, নিশ্চিতভাবে দেশের মুসলিমরা সবথেকে পিছিয়ে রয়েছেন।"

Manmohan Singh: দেশের সম্পদে প্রথম অধিকার মুসলিমদের? কী বলেছিলেন মনমোহন সিং, ব্যাখ্যায় কংগ্রেস নেতা
মনমোহন সিংImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Apr 23, 2024 | 9:07 PM

নয়া দিল্লি: দেশের সম্পদের উপর প্রথম অধিকার ‘মুসলিমদের’… সত্যিই কি এই মন্তব্য করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং? লোকসভা ভোটের আবহে তা নিয়েই জোর বির্তক শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। কংগ্রেস অবশ্য এ কথা অস্বীকার করেছে। তবে বর্ষীয়ান কংগ্রেস নেতা রাশিদ আলভি ব্যাট ধরলেন মনমোহন সিংয়ের পক্ষেই। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,”তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সবসময় বলেছেন, যাঁরা সমাজের একদম শেষ লাইনে রয়েছেন, সম্পদের উপর তাঁদের প্রথম অধিকার। বাস্তব ক্ষেত্রে দেখলে, নিশ্চিতভাবে দেশের মুসলিমরা সবথেকে পিছিয়ে রয়েছেন।”

প্রবীণ কংগ্রেস নেতার কথায়, “পিছিয়ে পড়া মানুষদের যদি এগিয়ে না আনা যায়, তাহলে দেশ কোনওদিনই মজবুত হবে না। পিছিয়ে থাকা মানুষদের এগিয়ে আনতে হবে, সমাজে সকলের সমানাধিকার আনতে হবে।” অর্থাৎ, যে বিতর্ক তৈরি হয়েছে ভোটের মুখে, তাতে একপ্রকার মনমোহন সিংয়ের পাশেই দাঁড়ালেন রাশিদ আলভি। উল্লেখ্য, কংগ্রেসের এবারের ইস্তেহার প্রসঙ্গে কড়া আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি বলেছেন, কংগ্রেসের ইস্তেহারে মাওবাদী ভাবধারার প্রতিফলন রয়েছে। উঠে এসছে ‘সম্পদের পুনর্বণ্টনের’ মতো ভাবধারা। সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আগে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন তারা বলেছিল দেশের সম্পদে প্রথম অধিকার মুসলিমদের।’

রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রধানমন্ত্রী মোদী এক নির্বাচনী প্রচার সভা থেকে এ কথা বলেছিলেন। তারপর থেকেই জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছিল। লোকসভা ভোটের মুখে অস্বস্তি ঢাকতে পাল্টা আক্রমণেও নামতে হয়েছিল কংগ্রেসের নেতাদের। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স হ্য়ান্ডেলে দাবি করেছিলেন, প্রথম দফার ভোটের পর প্রধানমন্ত্রী ‘ভয় পেয়েই’ এসব বলছেন। মুখ খুলেছেন সপা নেতা অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদবও। তবে এবার কংগ্রেসের প্রবীণ নেতা রাশিদ আলভি নিজেই ব্যাখ্যা দিলেন, কী বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী।