BJP Hiran: ‘তপন দা…’ বলে ডেকেই সটান বাম প্রার্থীর পায়ে হাত বিজেপির হিরণের
BJP Hiran: শুক্রবার খড়্গপুর স্টেশন থেকে মেদিনীপুর স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনে চেপেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে হিরণ মেদিনীপুরে যান। মেদিনীপুর স্টেশন থেকে টোটোয় চেপে বিজেপির কর্মসূচিতেও যোগ দেন তিনি।
ঘাটাল: প্রচারের মাঝেই দেখা গেল সৌজন্যের ছবি। বাম প্রার্থীর সঙ্গে দেখা হতেই সটান প্রণাম করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হীরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। শুক্রবার মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান হিরণ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কর্মীরা। সেখানেই তিনি মুখোমুখি হন বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ের।
বয়সে বড় তপনবাবুকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম করে শুভেচ্ছা জানান বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ। পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন বাম প্রার্থী। কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথাও বলেন তাঁরা। তপন গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেন হিরণ। প্রচণ্ড গরমে রাজনৈতিক প্রচার কর্মসূচি কীভাবে চালাবেন, তা নিয়ে একে অপরকে পরামর্শও দেন তাঁরা।
শুক্রবার লোকাল ট্রেনে চেপে মনোনয়ন জমা দিতে যান ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ। এবারই প্রথম ঘাটাল থেকে লড়ছেন তিনি। তাঁর বিপক্ষে রয়েছেন তৃণমূল প্রার্থী দেব। শুক্রবার খড়্গপুর স্টেশন থেকে মেদিনীপুর স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনে চেপেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে হিরণ মেদিনীপুরে যান। মেদিনীপুর স্টেশন থেকে টোটোয় চেপে বিজেপির কর্মসূচিতেও যোগ দেন তিনি। হিরণ জানান, সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছেন, তাই তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।