Congress-SP Seat Sharing: শেষ অবধি কাটল উত্তর প্রদেশের জোটের জট, মোদীর বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেসই

Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়, বারাণসীতে মঙ্গলবারই প্রার্থী ঘোষণা করেছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কিন্তু কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনার পর তা কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও এই কেন্দ্রে কংগ্রেস কোন হেভিওয়েট নেতাকে দাঁড় করাবে, সে সম্পর্কে এখনও জানা যায়নি।

Congress-SP Seat Sharing: শেষ অবধি কাটল উত্তর প্রদেশের জোটের জট, মোদীর বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেসই
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Feb 22, 2024 | 6:28 AM

নয়া দিল্লি: কাটল জোটের জট। অন্তত এক রাজ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত হল ইন্ডিয়া জোটের (INDIA Alliance)। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) উত্তর প্রদেশে ৮০ আসনের মধ্যে মাত্র ১৭টিতে লড়বে কংগ্রেস (Congress)। বাকি ৬৩টি আসনেই লড়বে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। বুধবার বিকেলে ইন্ডিয়া জোটের তরফে এই ঘোষণা করা হয়। বিরোধী জোটের আসন ভাগাভাগির ক্ষেত্রে এটা একটা বড় ধাপ।

জানা গিয়েছে, কংগ্রেসের চেনা দুই গড় রায়বরেলি ও আমেঠি তাদের হাতেই থাকছে এবারও। এই দুই আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। এছাড়া কানপুর নগর, ফতেহপুর সিক্রি, বাসগাঁও, সাহারানপুর, প্রয়াগরাজ, মহারাজগঞ্জ, আমরোহা, ঝাঁসি, বুন্দলশহর, গাজিয়াবাদ, মথুরা, সীতাপুর, বারাবনকি ও দেওরিয়াতেও প্রার্থী দেবে কংগ্রেস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়, বারাণসীতে মঙ্গলবারই প্রার্থী ঘোষণা করেছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কিন্তু কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনার পর তা কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও এই কেন্দ্রে কংগ্রেস কোন হেভিওয়েট নেতাকে দাঁড় করাবে, সে সম্পর্কে এখনও জানা যায়নি।

আসন ভাগাভাগিতে সপার হাতেই ৬৩টি আসন থাকলেও, সবকটিতে তারা নিজেরা প্রার্থী দেবে না। জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের শরিক আঞ্চলিক দলগুলিকে এই ৬৩ আসন থেকেই প্রার্থী দাঁড় করানোর সুযোগ দেওয়া হবে।

বুধবার সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রাজেন্দ্র চৌধুরি ও কংগ্রেসের সম্পাদক অবিনাশ পাণ্ডে সাংবাদিক বৈঠক করে আসন ভাগাভাগির ঘোষণা করেন। সপা নেতা রাজেন্দ্র চৌধুরি বলেন, “ইন্ডিয়া জোট দেশকে বার্তা দিতে চায়। উত্তর প্রদেশে ৮০টি লোকসভা আসন রয়েছে। অখিলেশজি বারবার বলেছেন যে উত্তর প্রদেশের হাত ধরেই বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসেছে আর উত্তর প্রদেশই ২০২৪ সালে বিজেপির গদিচ্যুত হওয়ার কারণ হয়ে উঠবে। দেশের অবস্থা খুব খারাপ… কৃষক ও যুব প্রজন্ম রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। ইন্ডিয়া জোটের স্বপ্ন হল দেশকে বিজেপির হাত থেকে রক্ষা করা।”