Pralhad Joshi: ‘এনসি-র সঙ্গে জোট না হলে জম্মু ও কাশ্মীরে শূন্য হত কংগ্রেস’, খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর

Oct 16, 2024 | 7:33 PM

Pralhad Joshi: কংগ্রেসকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, "নির্বাচনে কংগ্রেস কোথাও ছিল না। ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করায় তারা ৬টি আসন পেয়েছে। না হলে একাধিক রাজ্যের মতো জম্মু ও কাশ্মীরে শূন্য হয়ে যেত কংগ্রেস।"

Pralhad Joshi: এনসি-র সঙ্গে জোট না হলে জম্মু ও কাশ্মীরে শূন্য হত কংগ্রেস, খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর
জম্মু ও কাশ্মীরে ভোটের ফল নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন প্রহ্লাদ জোশী

Follow Us

নয়াদিল্লি: ১০ বছর পর বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মীরে। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স(এনসি) নেতা ওমর আবদুল্লা। জোটে থাকলেও সরকারের অংশ হয়নি কংগ্রেস। বাইরে থেকে সরকারকে সমর্থন জানিয়েছে। এই নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। এনসি-র সঙ্গে জোট না হলে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস একটিও আসন পেত না বলে তিনি মন্তব্য করেন।

জম্মু ও কাশ্মীরে ৯০টি বিধানসভা আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স পায় ৪২টি আসন। কংগ্রেস পেয়েছে ৬টি আসন। অন্যদিকে, বিজেপি পেয়েছে ২৯টি আসন। এদিন শের-ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ওমর আবদুল্লা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব-সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতা। তবে জোটে থাকলেও জম্মু ও কাশ্মীরে সরকারের অংশ হয়নি কংগ্রেস। বাইরে থেকে সমর্থনের কথা জানিয়েছে তারা।

কংগ্রেসের এই অবস্থান নিয়ে খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। এদিন তিনি বলেন, “নির্বাচনে কংগ্রেস কোথাও ছিল না। ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করায় তারা ৬টি আসন পেয়েছে। না হলে একাধিক রাজ্যের মতো জম্মু ও কাশ্মীরে শূন্য হয়ে যেত কংগ্রেস।” বিজেপিকে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে জম্মু ও কাশ্মীরে। সেখানকার ভোটারদের ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। জম্মু ও কাশ্মীরের মানুষের রায়কে আমরা সম্মান জানাচ্ছি। সর্বোপরি এই নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে।” হরিয়ানায় তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে বিজেপি। সেই প্রসঙ্গে প্রহ্লাদ জোশী বলেন, বিজেপি সরকারের ভাল কাজের জন্য হরিয়ানার সাধারণ মানুষ আবার বিজেপিকে ক্ষমতায় এনেছে।

এই খবরটিও পড়ুন

এদিকে, কর্নাটকে মাইসুরু আর্বান ডেভেলপমেন্ট অথরিটিতে (MUDA) দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। জমি বরাদ্দ মামলায় জড়িত অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার পদত্যাগ করেছেন মুডার চেয়ারপার্সন কে মারিগৌড়া। স্বাস্থ্যের সমস্যার কথা জানিয়ে পদত্যাগ করেছেন তিনি। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “MUDA-য় সুবিধাপ্রাপক কে? তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী। শুধু মুডা দুর্নীতি নয়, বাল্মীকি বোর্ড পরীক্ষা দুর্নীতিতেও জড়িত সিদ্দারামাইয়া। কিন্তু, তাঁকে পদত্যাগের জন্য বলতে পারছে না কংগ্রেস নেতৃত্ব। কারণ কংগ্রেসের হাইকম্যান্ডও সব দুর্নীতিতে জড়িত। কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শেষপর্যন্ত লড়ে যাবে বিজেপি।”

Next Article