ডেল্টা প্লাসের চোখরাঙানির মাঝেও দেশে করোনার গ্রাফ আপাতত ৫০ হাজারেই আটকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন, যা গতকালের তুলনায় কিছুটা বেশি। সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ১২৪৮ জনের। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩-তে পৌঁছল। মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ২৯ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ।
দেশে বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এখনও অবধি মোট ১১ টি রাজ্যে এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। আক্রান্ত হয়েছেন মোট ৪৮ জন। এদের মধ্যে ২১ জনই আবার মহারাষ্ট্রের বাসিন্দা। কেরলে একদিনে করোনা আক্রান্ত ১০ হাজারের বেশি। করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন একনজরে-
Kerala reports 10,905 new COVID19 cases, 12,351 recoveries and 62 deaths today.
Active cases: 99,591
Death toll: 12,879— ANI (@ANI) June 27, 2021
একদিনে কেরলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯০৫ জন। একই সময়ে করোনাকে পরাজিত করে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৩৫১ জন। প্রাণ হারিয়েছেন ৬২ জন।
দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট (Delta Plus Variant)। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ডেল্টা প্লাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার ফরিদাবাদেও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত একজনের সন্ধান পাওয়া গেছে, যা রাজধানী দিল্লির কাছে অশনী সঙ্কেত হয়ে দাঁড়িয়েছে।
বিস্তারিত পড়ুন: ডেল্টা প্লাসের থাবা ফরিদাবাদেও, আগামী মাস থেকেই জিনোম সিকোয়েন্সিং হবে রাজধানীতে
রাজস্থানেও খোঁজ মিলল প্রথম “ডেল্টা প্লাস” ভ্যারিয়েন্টে আক্রান্তের। শুক্রবার রাজস্থানের বিকানিরের বাসিন্দা ৬৫ বছরের এক মহিলার দেহ থেকে সংগৃহীত নমুনায় ডেল্টা প্লাসের অস্তিত মেলে। জানা গিয়েছে, ওই মহিলা আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তাঁর করোনা টিকার দুটি ডোজ়ও নেওয়া হয়ে গিয়েছে।
বিস্তারিত পড়ুন: টিকার ২ ডোজ়কেও কুপোকাত করে ৬৫ বছরের করোনা জয়ী বৃদ্ধার শরীরে বাসা বাঁধল ডেল্টা প্লাস!
মিজোরামে বিগত কয়েকদিন ধরেই ওঠা-নামা করছিল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৩ জন করোনা আক্রান্ত হওয়ায় রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৩২৪-এ।
Mizoram's COVID19 case tally rises to 19,324 with 233 new infections reported in the last 24 hours; positivity rate at 6.51% pic.twitter.com/c3pUYnWdQE
— ANI (@ANI) June 27, 2021
দেশে ক্রমশ চওড়া হচ্ছে ডেল্টা প্লাস(Delta Plus)-র থাবা। ইতিমধ্যেই ১১টি রাজ্যে মোট ৪৮ জনের দেহে এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। এরমধ্যে ২১ জনই আবার মহারাষ্ট্রের বাসিন্দা! দেশেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের অভিযোজিত রূপ ডেল্টা প্লাস। ডেল্টার মতোই ডেল্টা প্লাসও উদ্বেগের কারণ (Variant of Concern) হয়ে উঠছে। ইতিমধ্যেই মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কেরল, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, জম্মু, ওড়িশা, কর্নাটক সহ একাধিক রাজ্যে ডেল্টা প্লাসে আক্রান্তের খোঁজ মিলেছে।
বিস্তারিত পড়ুন: Delta Plus Cases in India: ১১ রাজ্যে থাবা বসিয়েছে ‘ডেল্টা প্লাস’, কেবল মহারাষ্ট্রেই আক্রান্ত ২১!
রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে, তবুও সপ্তাহ শেষে লকডাউন জারি রাখা হয়েছে কেরলে। অত্যাবশকীয় পণ্য ও জরুরি পরিষেবা ছাড়া সমস্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
Kerala: Police check vehicular movement as weekend lockdown imposed in Thiruvananthapuram; only essential services allowed pic.twitter.com/EapIE4JP8s
— ANI (@ANI) June 27, 2021
একদিনে আক্রান্ত মাত্র ৮৫ জন। ছোট কোনও শহর নয়, এটাই রাজধানী দিল্লি(Delhi)-র বর্তমান করোনা চিত্র। রাজ্যে সংক্রমণ তলানিতে ঠেকতেই এ বার জিম, যোগা সেন্টার খোলার সিদ্ধান্ত নিল সরকার। সোমবার থেকেই খুলছে এই প্রতিষ্ঠানগুলি। সংক্রমণের শুরুর দিকে অর্থাৎ গতবছরের ১ মে দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৫ জন। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলিয়ে ফের একবার নিম্নমুখী সংক্রমণ। চলতি মাসের শুরু থেকেই যে আনলক (Unlock) প্রক্রিয়া শুরু হয়েছে, তাও একধাপ এগিয়ে যাওয়া হল।
বিস্তারিত পড়ুন: Delhi Unlock Process: একদিনে আক্রান্ত মাত্র ৮৫, জিম-যোগা সেন্টার খোলার অনুমতিও মিলল দিল্লিতে