Omicron Variant Live Update: ছোটদের টিকাকরণ পার করল ২ কোটির গণ্ডি, রাজ্যে বিধিনিষেধে মিলল কিছুটা ছাড়
Live Update: এখনও অবধি বিশ্বের ১২৮টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। অন্যদিকে, দেশের ২৭টি রাজ্য়েই ছড়িয়ে পড়েছে ওমিক্রন সংক্রমণ।
নতুন বছরেও দাপট কমছে না ওমিক্রনের। পাল্লা দিচ্ছে করোনা সংক্রমণও। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে দেশ তথা বিশ্বজুড়েই বাড়ছে সংক্রমণ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার পার করেছে। দেশের ২৭টি রাজ্য়েই ছড়িয়ে পড়েছে ওমিক্রন সংক্রমণ। বাড়ছে করোনা সংক্রমণও, দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি পার করেছে। দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে শুরু হয়ে গিয়েছে করোনা ও ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ। কলকাতাতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এখনও অবধি বিশ্বের ১২৮টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। করোনা ও ওমিক্রন সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
১-১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে করোনা গ্রাফ শীর্ষে পৌঁছাবে, পূর্বাভাস আইআইটি মাদ্রাজের
সাধারণত আর-নট ভ্যালু থেকে কোনও দেশের করোনা সংক্রমণের (Spread of COVID 19) পরিস্থিতি বোঝা যায়। চলতি সপ্তাহে ভারতের আর-নট ভ্যালুর (R-naught Value) সূচক ছিল ৪, যা থেকে ইঙ্গিত মেলে, খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে আইআইটি মাদ্রাজের (IIT Madras) একটি বিশ্লেষণে পূর্বাভাস মিলছে, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে আক্রান্তের সংখ্যা শীর্ষে পৌঁছে যাবে।
-
ছোটদের টিকাকরণেও ২ কোটির গণ্ডি পার
দেশের করোনা টিকাকরণ কর্মসূচিতে মিলছে একের পর এক সাফল্য। গতকালই দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৫০ কোটি পার করে। আজ ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণও দুই কোটির গণ্ডি পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে এই কথা জানিয়েছেন।
तेज गति से जारी बच्चों का टीकाकरण ?
Great Going, my Young Friends ?? ??
Over 2 crore youngsters between the 15-18 age group have received their first dose of #COVID19 vaccine in less than a week of vaccination drive for children.#SabkoVaccineMuftVaccine pic.twitter.com/787C2RByHQ
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 8, 2022
-
-
বিধিনিষেধ ছাড় রাজ্যে, চালু থাকবে পার্লার-সেলুন
-
করোনায় লাগাম পরাতে ধাপে-ধাপে বাজার বন্ধের সিদ্ধান্ত কামারহাটি পৌরসভার!
করোনা সংক্রমণ মারাত্মকভাবে ছড়াচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলে। আর সেই কথা মাথায় রেখে কামারহাটি পৌরসভা সিদ্ধান্ত নিল আগামী ১০ জানুয়ারি থেকে কামারহাটি পৌরসভা এলাকার বাজার বন্ধ থাকবে। ভাগ-ভাগ করে বাজারগুলিকে বন্ধ রাখা হবে।
কবে কোনদিন কোন কোন বাজার বন্ধ থাকবে দেখুন: Kamarhati Municipality: করোনায় লাগাম পরাতে ধাপে-ধাপে বাজার বন্ধের সিদ্ধান্ত কামারহাটি পৌরসভার! -
করোনার থাবা ঘাটাল মহকুমায়! স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি আক্রান্ত পুলিশ কর্মীরাও
দিন দিন বেড়েই চলেছে ঘাটালের করোনা আক্রান্তের সংখ্যা। ঘাটাল মহকুমা হাসপাতালে সুপার সহ মোট ৯ জন স্বাস্থ্য কর্মী প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন। আবারও নতুন করে ৬ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় ঘাটাল মহকুমা হাসপাতালে মোট ১৫ জন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হলেন। স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনের ।
বিস্তারিত পড়ুন: Ghatal: করোনার থাবা ঘাটাল মহকুমায়! স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি আক্রান্ত পুলিশ কর্মীরাও
-
-
আজ থেকে শুরু প্রিকশন ডোজ়ের অ্যাপয়েন্টমেন্ট
কেন্দ্রের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে দেশে প্রিকশন ডোজ় দেওয়া হবে। এই ডোজ় নেওয়ার জন্য কো-উইন পোর্টালে নতুন করে নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই। ৮ জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন সিডিউল প্রকাশিত হবে। এছাড়া শুক্রবার বিকেল থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বা স্লট বুকিং শুরু হয়ে যাবে। দুটি টিকাপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী, প্রথম সারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিরা সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়েও নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।
বিস্তারিত পড়ুন: COVID-19 precautionary dose: নতুন করে নাম নথিভুক্ত করাতে হবে না কো-উইনে, আজ থেকেই শুরু প্রিকশন ডোজ়ের স্লট বুকিং
-
করোনা সংক্রমণের জেরে পিছিয়ে গেল জেপি নাড্ডার ত্রিপুরা সফর
আগামী ১০ জানুয়ারি ত্রিপুরা যাওয়ার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। কিন্তু রাজ্যের উর্ধ্বমুখী সংক্রমণের কথা মাথায় রেখে সেই সফর পিছিয়ে দেওয়া হল। আপাতত যাবতীয় মিটিং বাতিল করে দেওয়া হয়েছে। রাজ্যের সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই ত্রিপুরায় যাবেন জেপি নাড্ডা।
-
পূর্ব রেলের ২৮৮ জন কর্মী করোনা আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় পূর্ব রেলের ২৮৮ জন কর্মী করোনা আক্রান্ত। ৮০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
রাজ্যে শর্তসাপেক্ষে খোলা যাবে বিউটি পার্লার
কোভিড-বিধিনিষেধে ফের ছাড় ঘোষণা নবান্নের। ৫০ শতাংশ আসন খালি রেখে সেলুন ও বিউটি পার্লারগুলি খোলা রাখার কথা বলা হয়েছে। শনিবারই এই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ রাত ১০টা অবধি বিউটি পার্লার, সেলুন খোলা রাখা যাবে।
তবে এই ছাড় পেতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত। এক, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন, পার্লার চালু রাখা যাবে। অর্থাৎ পার্লার কিংবা সেলুনে একসঙ্গে একগাদা লোকের ভিড় কোনওভাবেই করা যাবে না। দ্বিতীয়ত, যাঁরা সেলুন বা বিউটি পার্লারের কর্মী থাকবেন, তাঁদের সকলের টিকার দুই ডোজ়ই থাকতে হবে। তৃতীয়ত, রাজ্যজুড়ে যে কোভিড প্রোটোকল বহাল রয়েছে তা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। সেলুন এবং বিউটি পার্লার নিয়মিত সময়ের ব্যবধানে স্যানিটাইজ করতে হবে। এই সমস্ত বিষয় মেনে বিউটি পার্লার, সেলুন খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
-
মুম্বইয়ে লকডাউন ঘোষণা করতে পারেন মুখ্য়মন্ত্রী
দেশে করোনা ও ওমিক্রন সংক্রমণে ফের সর্বাধিক প্রভাবিত হয়েছে মহারাষ্ট্রই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪০ হাজার ৯২৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এদের মধ্যে ২০ হাজার ৯৭১ জনই আবার মুম্বইয়ের বাসিন্দা। আগেই মুম্বইয়ের মেয়র জানিয়েছিলেন, শহরে দৈনিক আক্রান্ত ২০ হাজার পার করলেই লকডাউন জারি করা হবে। গতকাল রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানান, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুম্বইয়ের লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেবেন।
-
ওমিক্রনের বাড়বাড়ন্তেই বাড়ছে সংক্রমণ!
দেশে সংক্রমণ বৃদ্ধির পিছনে দায়ী অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৪ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। বর্তমানে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩০৭১। দেশের ২৭টি রাজ্যেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন। সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে মহারাষ্ট্র থেকেই, সেখানে আক্রান্তের সংখ্যা ৮৭৬। দ্বিতীয় স্থানেই রয়েছে দিল্লি, সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩। তবে ওমিক্রনের জেরে গুরুতর অসুস্থতা তৈরি না হওয়ায়, এখনও নিয়ন্ত্রণে রয়েছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। অন্যদিকে দেশে মোট ওমিক্রন আক্রান্তদের মধ্যে ১২০৩ জনই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
-
১ সপ্তাহেই ১০ হাজার থেকে ১ লাখে দৈনিক সংক্রমণ
এক সপ্তাহ আগেই দেশে দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডি পার করেছিল। সপ্তাহ পার হতে না হতেই তা লাখের গণ্ডিতে প্রবেশ করে গেল। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবেই দেশে করোনা সংক্রমণ ব্যপক গতিতে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই দেশের ২৭টি রাজ্য়ে পৌঁছে গিয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।
-
দিল্লিতে সংক্রমণের বড় লাফ
প্রায় আট মাস পর গত বুধবারই বড় লাফ দেয় করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করে। তারপর থেকেই ক্রমশ উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। বর্তমানে দিল্লির সংক্রমণের হার, অর্থাৎ প্রতি ১০০ জনে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৭.৭৩ শতাংশে। গতকাল সকালেই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্য়েন্দর জৈন (Satyendar Jain) জানিয়েছিলেন যে, রাজ্যে হয়তো ১৭ হাজারেরও বেশি আক্রান্তের খোঁজ মিলতে পারে এবং সংক্রমণের হারও ১৭ শতাংশে বেড়ে দাঁড়াতে পারে।
-
রোম ফেরত বিমানে করোনা আক্রান্ত ১৭৩ জন
শুক্রবার রোম থেকে একটি বিমান অমৃতসরে অবতরণ করে। বিমানের সমস্ত যাত্রীদের করোনা পরীক্ষা করানো হলে দেখা যায়, কমপক্ষে ১৭৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
অমৃতসর বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান ভিকে শেঠ বলেন, ” বিমানটি রোম থেকে এসেছে এবং দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ অমৃতসরে অবতরণ করে। নিয়মমাফিকই বিমানের সমস্ত যাত্রীর করোনা পরীক্ষা করানো হয়েছে। ২১০ জন যাত্রীর করোনা রিপোর্ট আমাদের হাতে এসেছে এখনও অবধি। এরমধ্যে ১৭৩ জনের রিপোর্টই পজেটিভ এসেছে।”
Published On - Jan 08,2022 9:33 AM