IAS Cadre Rules: আইএএস ক্যাডার রুল নিয়ে বিতর্ক, তৃণমূলের তোলা প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

IAS Cadre Rules: চিঠি লিখে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ১৯৫৫ সালে আইএএস ক্যাডার রুলে সেন্ট্রাল ডেপুটেশনে থাকার উল্লেখ রয়েছে। কিন্তু রাজ্য সরকারগুলি কেন্দ্রের প্রয়োজন অনুযায়ী অফিসারদের দায়িত্ব থেকে অব্যহতি দিচ্ছে না,

IAS Cadre Rules: আইএএস ক্যাডার রুল নিয়ে বিতর্ক, তৃণমূলের তোলা প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 11:20 PM

নয়া দিল্লি: কেন্দ্রের প্রস্তাবিত আইএএস ক্যাডার বিধিগুলির সংশোধনীতে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং রাজ্যগুলির স্বায়ত্তশাসনের একেবারে শিকড়ে আঘাত পারে দাবি করেই মোদী সরকারে তীব্র বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুর মত অবিজেপি রাজ্যগুলি। সবথেকে বেশি বিরোধিতা সুর শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ২৩ জানুয়ারি নেতাজি জন্ম জয়ন্তীর অনুষ্ঠান থেকেও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মমতা। এই মর্মে সংসদে প্রধানমন্ত্রীর উদ্দেশেও প্রশ্ন করেছিলেন বর্ষীয়াণ তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগতর প্রশ্ন ছিল, কেন্দ্রের এই সিদ্ধান্তের কারণ কী? প্রবীণ তৃণমূল সাংসদ জানতে চেয়েছিলেন কেন এই সিদ্ধান্তের ফলে কী যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত লাগবে না? সেই প্রশ্নেরই উত্তর দিলেন প্রধানমন্ত্রীর দফতের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

চিঠি লিখে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ১৯৫৫ সালে আইএএস ক্যাডার রুলে সেন্ট্রাল ডেপুটেশনে থাকার উল্লেখ রয়েছে। কিন্তু রাজ্য সরকারগুলি কেন্দ্রের প্রয়োজন অনুযায়ী অফিসারদের দায়িত্ব থেকে অব্যহতি দিচ্ছে না, ফলে কেন্দ্রীয় সরকারকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সেই কারণে আগের আইন সংশোধন করা চিন্তভাবনা করেছে কেন্দ্র। পাশাপাশি সৌগতর তোলা অভিযোগ গুলি খতিয়ে দেখার আশ্বাস ও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। জিতেন্দ্র সিং স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, আইন সংশোধনের সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট হওয়ার কোনও সম্পর্ক নেই।

কেন কেন্দ্র এই আইন সংশোধন করতে চাইছে?

কেন্দ্রের যুক্তি, তাদের হাতে আইএএস ক্যাডার যথাযথ নেই। যার কারণে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রে একজন আইএএস আধিকারিকের উপর একাধিক বিষয়ে দায়িত্ব দেওয়া রয়েছে। সূত্রের খবর, মাত্র ১০ শতাংশ আইএএস অফিসার (মিড লেভেল) স্থানান্তরিত হয়েছে ২০২১ সালে। ২০১৪ সালে ছিল ১৯ শতাংশ। ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DoPT)-এর তথ্য বলছে, ২০১১ সালে ৩০৯ ডেপুটেশনের জায়গায় ২০২১ সালে ডেপুটেশন হয়েছে মাত্র ২২৩। নিয়ম অনুযায়ী, কেন্দ্রে ৪০ শতাংশ ডেপুটেশন পদ বরাদ্দ রয়েছে। রাজ্যের অধীনে থাকা আইএএস আধিকারিকদের কেন্দ্র ডেপুটেশন চাইলে সেখানে কাজ করা বাধ্যতামূলক। বাস্তবিক ক্ষেত্রে সেভাবে ডেপুটেশন হচ্ছে না বলে মত কেন্দ্রের। তাই আইন সংশোধনের পথে হাঁটতে বাধ্য হচ্ছে তারা।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা