India’s Greenery: প্রাণ ফিরে এল সবুজ! নগরায়নের কাঁধে কাঁধ মিলিয়ে বাড়ছে সবুজায়ন, জানাল কেন্দ্র

India's Greenery: ভারতে পুনরায় বৃদ্ধি পাচ্ছে সবুজের পরিমাণ। বর্তমানে দেশের ২৫ শতাংশ এলাকাই সবুজে ঢাকা। সহজ করে বলতে গেলে, ভারতের সবুজায়নকে একত্র করলে তা গোটা রাজধানীকেই ঢেকে দিতে সক্ষম।

India's Greenery: প্রাণ ফিরে এল সবুজ! নগরায়নের কাঁধে কাঁধ মিলিয়ে বাড়ছে সবুজায়ন, জানাল কেন্দ্র
Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Dec 22, 2024 | 6:32 PM

নয়াদিল্লি: প্রাণ ফিরে পাচ্ছে সবুজ। পরিবেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত রিপোর্টে ফুটে উঠল সুখবর। একাধারে এগোচ্ছে ভারতে নগরায়ন। গ্রামে পর গ্রাম ধীরে ধীরে পরিণত হচ্ছে বড় বড় শহরে। সেই ফাঁক দিয়ে কিন্তু কমছে না সবুজের পরিমাণ। উল্টে এবার সবুজায়নে বৃদ্ধির হিসাব দেখাল কেন্দ্র।

শনিবার বন দফতরের একটি রিপোর্টে প্রকাশ করে জানাল, ভারতে পুনরায় বৃদ্ধি পাচ্ছে সবুজের পরিমাণ। বর্তমানে দেশের ২৫ শতাংশ এলাকাই সবুজে ঢাকা। সহজ করে বলতে গেলে, ভারতের সবুজায়নকে একত্র করলে তা গোটা রাজধানীকেই ঢেকে দিতে সক্ষম।

বাড়ন্ত পরিবেশ দূষণ ক্রমাগত চিন্তার অবকাশ রাখছে না। চলতি বছরেই বেশির ভাগ সময়টা দিল্লির বুক দিয়ে বয়ে চলা যমুনা নদীক দেখা গিয়েছে বিষাক্ত ফেনায় ঢাকা অবস্থায়। আর ডিসেম্বর ঢেকেছে অস্বস্তিকর গরম। ভোরের শহর ঢাকছে ধোঁয়াশা, বেলা গড়ালেই একটা অস্বস্তিকর পরিবেশ। এক কথায় দূষণের প্রভাব যে পরিবেশে পড়েছে তা চোখের সামনে আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতি বাঁচার উপায় একটাই, সবুজায়ন। আর তাতেই বৃদ্ধি দেখা গেল কেন্দ্রের রিপোর্টে। যা খানিকটা চিন্তা কমাল বললেই চলে।

বর্তমানে দেশের ৮ লক্ষ স্কোয়ার কিলোমিটার এলাকা ঢেকেছে বন-জঙ্গলে। যার মধ্যে ২১ শতাংশ বন ও ৩ শতাংশ এলাকা ঢেকেছে গাছ। বনে ঢেকে থাকা এলাকার ভিত্তিতে আবার রাজ্যেগুলির মধ্যে এগিয়ে মধ্যপ্রদেশ। অর্থাৎ, এই রাজ্যের বেশির ভাগ অংশই এখনও ঢেকে রেখেছে বন জঙ্গল। দ্বিতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ, তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র।