Tamluk: পুকুরে জলে ওটা কী? কাছে যেতেই শিউরে উঠলেন এলাকাবাসী
Tamluk: রবিবার সকালে দাসপাড়ার একটি পুকুর থেকে একটি শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ জড়ো হন সেখানে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তখন তমলুক থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পাঠায়।
তমলুক: একে রবিবার। তারপর ছুটির দিন। স্থানীয়রা ব্যস্ত নিজের নিজের কাজে। সেই সময় আচমকা হইচই বেধে গেল। কাছে যেতেই স্তম্ভিত সকলে। পুকুরের জলে কীভাবে এল একরত্তি শিশু কন্যার দেহ? শোকের ছায়া নামল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে তমলুক থানার চাপ বসান গ্রামে।
রবিবার সকালে দাসপাড়ার একটি পুকুর থেকে একটি শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ জড়ো হন সেখানে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তখন তমলুক থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পাঠায়।
এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য প্রদ্যুৎ মাঝি বলেন, “প্রত্যন্ত গ্রামের ভিতরে এই ঘটনা ঘটেছে। যে বা যাঁরা করেছে অত্যন্ত নিকৃষ্ট কাজ। কে ঘটাল বুঝতেও পারছি না।” ওই এলাকার মহিলাদের আশঙ্কা হয়ত কন্যা সন্তান হওয়ার জন্যই হয়ত কেউ বাচ্চাটিকে মেরে ফেলেছে। তাঁদের মধ্যে কেউ-কেউ আবার বললেন, “বাচ্চাটিকে অনাথ আশ্রমে অথবা অন্য কাউকে দিয়ে দিতে পারত। এরকম ভাবে মেরে পুকুরে ফেলে দেওয়ার দরকার ছিল না। তমলুক থানার পুলিশ তদন্ত করে দেখছেন।”