Dead Body Recovered: মেডিক্যাল কলেজের ট্যাঙ্কে পচা-গলা দেহ, ১০ দিন ধরে ওই ট্যাঙ্কের জল পান করছিল ছাত্র-ছাত্রীরা!
Uttar Pradesh: মহাঋষি দেবরাহা বাবা মেডিক্যাল কলেজের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল পচা-গলা দেহ। কলেজের কর্মী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা সকলেই ওই ট্যাঙ্কের জল পান করেছেন ১০ দিন ধরে। জল থেকে পচা গন্ধ আসতেই প্রথম সন্দেহ তৈরি হয়েছিল। এরপরে সাফাইকর্মীরা মেডিক্যাল কলেজের ষষ্ঠ তলায় সিমেন্ট ট্যাঙ্ক পরিষ্কার করতে যান।

লখনউ: মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর কাণ্ড! দিনের পর দিন ছাত্র-ছাত্রীরা যে জল পান করেছেন, তার থেকে পচা গন্ধ বেরতে শুরু করেছিল। আর তারপর যা বেরল, তাতে চক্ষু চড়কগাছ। জানা গেল, যে ট্যাঙ্ক থেকে সকলে জল পান করছিলেন, তার ভিতর থেকে উদ্ধার হল পচা-গলা মৃতদেহ। প্রায় ১০ দিন ধরে ওই দেহ পড়েছিল ট্যাঙ্কের ভিতরে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের দেওরিয়াতে। মহাঋষি দেবরাহা বাবা মেডিক্যাল কলেজের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল পচা-গলা দেহ। কলেজের কর্মী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা সকলেই ওই ট্যাঙ্কের জল পান করেছেন ১০ দিন ধরে।
জল থেকে পচা গন্ধ আসতেই প্রথম সন্দেহ তৈরি হয়েছিল। এরপরে সাফাইকর্মীরা মেডিক্যাল কলেজের ষষ্ঠ তলায় সিমেন্ট ট্যাঙ্ক পরিষ্কার করতে যান। সেখানেই দেখেন যে জলে পচাগলা দেহ ভাসছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতেই গতকাল রাতে দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। দেহ এতটাই পচে-গলে গিয়েছে যে মৃতের পরিচয় জানা যায়নি। মনে করা হচ্ছে যে ১০ দিন ধরে দেহটি জলের ট্যাঙ্কে পড়েছিল। হাসপাতালের ওপিডি এবং ওয়ার্ডে এই ট্যাঙ্কের জল সরবরাহ হয়েছিল।
দেওরিয়া জেলাশাসক দিব্যা মিত্তলকে তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। ২ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কলেজের প্রিন্সিপাল ডঃ রাজেশ কুমার বার্নওয়ালকে এই ঘটনার পরই সাসপেন্ড করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ট্যাঙ্ক লক থাকার কথা, কিন্তু তা খোলা ছিল। কে বা কারা ওই ব্যক্তির দেহ ট্যাঙ্কে ফেলে রেখে গিয়েছিলেন, তা জানা যায়নি।
