AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছাত্রীদের নোংরা মেসেজ করতেন ‘বাবা’, শারীরিক সম্পর্কের জন্য জোর করতেন কর্মীরাই! সামনে এল বিস্ফোরক তথ্য

Delhi Ashram Horror: আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীদেরই এখানে পড়ার সুযোগ দেওয়া হত। আশ্রমের ডিরেক্টরের বিরুদ্ধে অশালীন মেসেজ, অশ্লীল ভাষা ব্যবহার করা এবং জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগ এনেছে ছাত্রীরা। ৩২ জন অভিযোগকারী ছাত্রীর মধ্যে অন্তত ১৭ জন ছাত্রীর অভিযোগ যে ওই ডিরেক্টর শারীরিক সম্পর্কের জন্য জোর করতেন।

ছাত্রীদের নোংরা মেসেজ করতেন 'বাবা', শারীরিক সম্পর্কের জন্য জোর করতেন কর্মীরাই! সামনে এল বিস্ফোরক তথ্য
অভিযুক্ত চৈতন্যনন্দ সরস্বতী।Image Credit: X
| Updated on: Sep 24, 2025 | 1:26 PM
Share

নয়া দিল্লি: শিক্ষা প্রতিষ্ঠানে ডিরেক্টরের যৌন লালসার শিকার ছাত্রীরা। কমপক্ষে ১৭ জন ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। দিল্লির অভিজাত এলাকা বসন্ত কুঞ্জের ডিরেক্টরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, শ্রী সারদা ইন্সটিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ডিরেক্টর স্বামী চৈতনন্দ সরস্বতী ওরফে পার্থ সারথীর বিরুদ্ধে ইন্সটিটিউটের পোস্ট-গ্রাজুয়েট ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সের ছাত্রীদের হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে।

আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীদেরই এখানে পড়ার সুযোগ দেওয়া হত। আশ্রমের ডিরেক্টরের বিরুদ্ধে অশালীন মেসেজ, অশ্লীল ভাষা ব্যবহার করা এবং জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগ এনেছে ছাত্রীরা। ৩২ জন অভিযোগকারী ছাত্রীর মধ্যে অন্তত ১৭ জন ছাত্রীর অভিযোগ যে ওই ডিরেক্টর শারীরিক সম্পর্কের জন্য জোর করতেন। এমনকী, প্রতিষ্ঠানের মহিলা ফ্যাকাল্টি ও অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মীরাও ছাত্রীদের জোর করতেন, চাপ সৃষ্টি করতেন ডিরেক্টরের অনৈতিক দাবি পূরণ করার জন্য, এমনটাই অভিযোগ।

পুলিশ ইতিমধ্যেই ওই প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তল্লাশি চালিয়েছে। তবে অভিযুক্ত এখনও নিখোঁজ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে আগ্রার কাছে দেখা গিয়েছে। পুলিশ টিম তাঁর খোঁজে অভিযান চালাচ্ছে। ওই ইন্সটিটিউট থেকে একটি ভলভো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে, যার নম্বর প্লেট ভুয়ো। দূতাবাসের গাড়ি হিসাবে এই গাড়িটিকে ব্যবহার করা হত বলে অভিযোগ। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।