Crime News: খুদেরা নুপুরের ছন্দে তাল তুলত যে নাচের স্কুলে, সেখানের শিক্ষকই নাকি করছিল এই কাজ…

Delhi Crime: পুলিশ অভিযুক্তের পরিচয় ওই পরিবারকে জানানো হলে তাঁরা হতবাক হয়ে যান। তাঁরা জানান, অভিযুক্ত ব্যক্তিকে ১০ বছর ধরে চেনেন। তাদের ছেলে ও মেয়েকে নাচ শেখাতেন ওই ব্যক্তি।

Crime News: খুদেরা নুপুরের ছন্দে তাল তুলত যে নাচের স্কুলে, সেখানের শিক্ষকই নাকি করছিল এই কাজ...
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2022 | 9:44 AM

নয়া দিল্লি: পকেটে রয়েছে বড় ডিগ্রি, রাজধানীর বুকেই খুলেছিলেন নাচের স্কুল। ছাত্র-ছাত্রীরও অভাব ছিল না। সকাল-বিকেল নাচের স্কুলে ভিড় জমাত খুদে ছাত্র-ছাত্রীরা। কিন্তু নাচের স্কুলের আড়ালেই অন্য ব্যবসা ফেঁদেছেন শিক্ষক, তা কেউ আন্দাজও করতে পারেননি কেউ। রহস্য সামনে এল নাচের স্কুলের ছাত্র-ছাত্রীর কাছে হুমকি ফোন আসতে। সম্প্রতিই এক অভিভাবকের কাছে একটি অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, সেখানে বলা হয়, যদি ১৫ লক্ষ টাকা না দেওয়া হয়, তবে খুন করে দেওয়া হবে তাঁর ছেলেমেয়েকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে কোনএ গ্যাংস্টার নয়, নাচের স্কুলের শিক্ষকই তার ছাত্র-ছাত্রীদের অভিভাবককে হুমকি মেসেজ পাঠিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির বুকে।

পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লির আনন্দ বিহারের এক বাসিন্দা সম্প্রতিই পুলিশে অভিযোগ জানান, হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ আসছে। এক গ্য়াংস্টার তাদের মেসেজ করছেন, হুমকি দিচ্ছেন। হোয়াটসঅ্য়াপ মেসেজে বলা হয়, যদি ১৫ লক্ষ টাকা না দেওয়া হয়, তবে ওই ব্যক্তির ছেলে ও মেয়েকে খুন করে দেওয়া হবে।

এরপরই তদন্তে নামে পুলিশ। গুরুগ্রাম, নয়ডা ও গাজিয়াবাদের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। পরে ফোনের লোকেশন ট্রাক করে বিষ্ণু মিশ্র নামে এক ব্যক্তির হদিস পায় পুলিশ। মোবাইলের লোকেশন ট্রাক করে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। জেরায় অভিযুক্ত স্বীকার করে নেয় যে তিনিই গ্যাংস্টার সেজে ওই পরিবারকে হুমকি দিতেন, ১৫ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করেন।

পরে পুলিশ অভিযুক্তের পরিচয় ওই পরিবারকে জানানো হলে তাঁরা হতবাক হয়ে যান। তাঁরা জানান, অভিযুক্ত ব্যক্তিকে ১০ বছর ধরে চেনেন। তাদের ছেলে ও মেয়েকে নাচ শেখাতেন ওই ব্যক্তি। নাচের স্কুল থেকেই ওই ব্যক্তি বাচ্চা দুটির ছবি তোলেন এবং অন্য একটি নম্বর থেকে মেসেজ করে খুনের হুমকি দেন এবং ১৫ লক্ষ টাকা দাবি করেন।

বিষ্ণু মিশ্রা নামের ওই অভিযুক্তের সহকারী দুর্গা দত্ত সিংকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি  মোবাইল উদ্ধার করা হয়েছে।