Arvind Kejriwal: ঘরছাড়া কেজরীবাল, বৃদ্ধ মা-বাবার হাত ধরে কোথায় উঠলেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 04, 2024 | 3:45 PM

Arvind Kejriwal: ৬, ফ্ল্যাগস্টাফ রোডে সরকারি বাসভবনে এতদিন থাকতেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ায় সরকারি বাংলোতেও আর থাকার অধিকার নেই কেজরীবালের।

Arvind Kejriwal: ঘরছাড়া কেজরীবাল, বৃদ্ধ মা-বাবার হাত ধরে কোথায় উঠলেন?
বাবা-মার হাত ধরে বাড়ি ছাড়লেন কেজরীবাল।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: ঘরছাড়া অরবিন্দ কেজরীবাল। আর দিল্লির মুখ্যমন্ত্রী নন কেজরীবাল। নিজেই ইস্তফা দিয়েছেন এই পদ থেকে। আর মুখ্যমন্ত্রী পদ ছাড়তেই ফাঁকা করতে হল সরকারি বাসভবনও। আজ, শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল স্ত্রী সুনীতা, দুই সন্তান ও বৃদ্ধ মা-বাবাকে নিয়ে সরকারি বাংলো ছাড়তে বাধ্য হন।

৬, ফ্ল্যাগস্টাফ রোডে সরকারি বাসভবনে এতদিন থাকতেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ায় সরকারি বাংলোতেও আর থাকার অধিকার নেই কেজরীবালের। নিয়ম মেনেই আজ সেই সরকারি বাসভবন ফাঁকা করে দেন কেজরীবাল। বৃদ্ধ মা-বাবা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বেরিয়ে আসেন তিনি।

জানা গিয়েছে, এবার কেজরীবালের নতুন ঠিকানা হবে লুটিয়েন্স জোন। দলের সদস্য তথা রাজ্যসভার সাংসদ অশোক মিত্তলের সরকারি বাসভবনে থাকবে কেজরীবাল পরিবার। একাধিক আপ নেতাই দলের সুপ্রিমো কেজরীবালের জন্য নিজের বাড়ির দরজা খুলে দিয়েছিলেন। এর মধ্যে মান্ডি হাউসের কাছে অশোক মিত্তলের সরকারি বাসভবনকে বেছে নেন।

এই খবরটিও পড়ুন

উল্লেখ্য, পঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ অশোক মিত্তল। সেন্ট্রাল দিল্লিতে তাঁর বাসভবন।

এ দিন যখন বাসভবন ছেড়ে বেরিয়ে আসছিলেন কেজরীবাল, তিনি সকল কর্মীদের জড়িয়ে ধরেন। স্ত্রী সুনীতাকেও চোখের জল মুছতে দেখা যায়। কর্মীদের জড়িয়ে ধরে বিদায় জানান।

Next Article